আগামী কাল বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান। টুর্নামেন্টে অভিযান শুরুর আগেই নানা বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট। মাত্র ২ হাজার টাকার বিনিময়ে ডিনার বিতর্ক থেকে মইন খানের পুত্র আজম খানকে গন্ডার বলা! পাকিস্তান ক্রিকেটারদের প্র্যাক্টিস সেশনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যায়, ভারী চেহারার আজম খানকে গন্ডার বলে ডাকছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকার বিরুদ্ধে নামার আগে নেতৃত্ব নিয়ে বিতর্কে পাকিস্তান ক্রিকেট।
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের আগে নানা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট টিম। যদিও ওয়ান ডে বিশ্বকাপে সেই অনুযায়ী পারফর্ম করতে পারেনি। বিশ্বকাপে খারাপর পারফরম্যান্সের দায় নিয়ে নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। সাময়িক ভাবে পাকিস্তান টিমে নানা পরিবর্তন হয়েছিল। টি-টোয়েন্টি নেতৃত্ব তুলে দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। তবে সাফল্য আসেনি। সমস্যার সমাধানও হয়নি। ঘুরে ফিরে সেই বাবর আজমকেই নেতৃত্বে ফেরানো হয়। তাঁকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
একটা সময় পাকিস্তানের বিরাট কোহলি ডাকা হত আহমেদ শেহজাদকে। তিনিই বাবরকে নেতৃত্বে ফেরানোয় ক্ষুব্ধ। শেহজাদ বলছেন, ‘বাবরের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। ও অনেকটা সময় ধরেই পাকিস্তান ক্রিকেটকে বয়ে বেড়াচ্ছে। বাকি প্লেয়াররা ভরসা দিতে পারেননি। অন্য কেউ হলে, এতদিন ধরে নেতৃত্ব চালিয়ে যেতে পারত না। তবে পাকিস্তান কখনও দ্বিপাক্ষিক সিরিজ জেতার জন্য খেলে না। আমাদের টার্গেট আইসিসি ট্রফি। গত ৪-৫ বছরে আমরা সেটা পেরেছি কি? পারিনি। কারণ আমি মনে করি, পাকিস্তান টিমের মধ্যে দলাদলি, স্বজনপোশন রয়েছে।’
এরপরই বাবরকে ক্যাপ্টেন্সিতে ফেরানো নিয়ে বলেন, ‘সরফরাজ আহমেদের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। বাবর যদি কোনও ট্রফি জিতত মানা যেত। ওকে সরিয়ে দেওয়া হল। পাঁচটা ইভেন্টও পেল! ব্যর্থ হওয়ার পরও বাবরকে নেতৃত্বে ফেরানো হল। ও যদি মহেন্দ্র সিং ধোনি হত তা হলে না হয় এমন সিদ্ধান্তের পক্ষে যুক্তি থাকত। আমার মনে হয়, বাবরকে ফিরিয়ে শাহিন আফ্রিদির সঙ্গে অন্যায় করা হয়েছে। ওকে নেতৃত্ব দিয়েও ফিরিয়ে নেওয়া হয়েছে।’