India vs Ireland, T20 WC Live Streaming: মেন ইন ব্লুর বিশ্বকাপ যাত্রা শুরু হবে কখন? জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচImage Credit source: BCCI
কলকাতা: অপেক্ষার আর মাত্র ২৪ ঘণ্টা। আগামিকাল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সফর শুরু হবে। ওই ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ আয়ারল্যান্ড (Ireland)। গত বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে সফর শেষ হয়েছিল টিম ইন্ডিয়ার। এ বার মেন ইন ব্লু বিশ্বকাপ ট্রফি জেতার জন্য মরিয়া। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও আয়ারল্যান্ড এর আগে ৭টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার সব গুলোতেই জিতেছে ভারত। এ বার টিম ইন্ডিয়ার সেই ব্যবধান আরও বাড়ানোর পালা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি আগামিকাল বুধবার (৫ জুন) হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি কোথায় হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ। তার আগে ৭.৩০মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সম্প্রচার করছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ভারত বনাম আয়ারল্যান্ডের লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে। পাশাপাশি দর্শকরা মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে দেখতে পাবেন এই ম্যাচ। এ ছাড়াও বিশ্বকাপে ভারত-আয়ারল্যান্ডের আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।