IND vs IRE Live Score, T20 WC 2024: নিউ ইয়র্কে টিম ইন্ডিয়ার নিউ জার্নি, প্রতিটি আপডেট জানতে নজর রাখুন


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অতীত। এখন আর বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ারা কারও প্রতিপক্ষ নন। বরং, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় দল হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হয়েছে ২ জুন। আজ নিউ ইয়র্কে নিউ জার্নি শুরু হচ্ছে ভারতীয় দলের। ২০০৭ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন ভারত। এরপর শুধুই অপেক্ষা। বিরাট, রোহিতরা কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছেন। তেমনই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এটিই শেষ টুর্নামেন্ট রাহুল দ্রাবিড়ের। যাওয়ার আগে একটা ট্রফি অন্তত দিয়ে যেতে চাইবেন। চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ এ-তে ভারত-আয়ারল্যান্ড ম্যাচের যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply