ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অতীত। এখন আর বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ারা কারও প্রতিপক্ষ নন। বরং, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় দল হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হয়েছে ২ জুন। আজ নিউ ইয়র্কে নিউ জার্নি শুরু হচ্ছে ভারতীয় দলের। ২০০৭ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন ভারত। এরপর শুধুই অপেক্ষা। বিরাট, রোহিতরা কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছেন। তেমনই টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এটিই শেষ টুর্নামেন্ট রাহুল দ্রাবিড়ের। যাওয়ার আগে একটা ট্রফি অন্তত দিয়ে যেতে চাইবেন। চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ এ-তে ভারত-আয়ারল্যান্ড ম্যাচের যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে।