মেট্রোতে যাত্রা, নেই ছুটি; মোবাইলেই পাকিস্তান ম্যাচ দেখলেন ভারতের কোচ


কলকাতা: কয়েক ঘণ্টা পরেই ভারত-পাকিস্তান ম্যাচ। তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রোহিত শর্মার ভারত। এমনিতে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ট্র্যাকরেকর্ড একেবারেই ভালো নয়। গত টি-টোয়েন্টি এবং ওয়ান ডে বিশ্বকাপে গ্রিন আর্মি জয় পায়নি ভারতীয় টিমের বিরুদ্ধে। এ বারও সেই রেকর্ড ধরে রাখতে চাইছেন বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ারা। তার আগে কিন্তু পাকিস্তান টিমকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আয়োজক আমেরিকার কাছে হেরে বসেছে বাবর আজমের টিম। সুপার ওভারে হারা ওই ম্যাচ থেকে ভারত কী কী পয়েন্ট নোট করল?

বলা হয়, টিমের প্লেয়ারদের ম্যাচ নাও থাকতে পারে। প্র্যাক্টিস থেকেও ছুটি মিলতে পারে। কিন্তু কোচের কোনও ছুটি থাকে না। কোচ আসলে সারাটা দিন কাজ করেন টিমকে জেতানোর ছক কষতে। বিপক্ষের কাকে থামাতে হবে? কোন ব্যাটারের দিকে নজর রাখতে হবে? কোন বোলারকে তৈরি রাখতে হবে? ফিল্ডিং কেমন সাজানো দরকার? টিমের কম্বিনেশন কেমন হতে হবে? বোলিং ভারসাম্য থেকে ব্যাটিং অর্ডার— সব দিকে নজর রাখতে হয় কোচকে।

এই কাজটা গত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে এই কাজটাই করে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপে পা দেওয়ার পর তাঁর যে ঘুম ছুটে গিয়েছে, তাতে আর আশ্চর্য কী! সবচেয়ে বড় কথা হল, ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের এটাই শেষ টুর্নামেন্ট। ট্রফির ধারে-কাছে বেশ কয়েক বার গিয়েছেন ঠিকই, কিন্তু স্বপ্নপূরণ হয়নি। সেই আক্ষেপ মেটানোর শেষ সুযোগ ভারতের সামনে। তাই রাহুল সর্বক্ষণ কাজে ডুবে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের মেট্রোতে যাত্রা করছেন রাহুল। কিন্তু চোখ রয়েছে মোবাইলে। বৃহস্পতিবার পাকিস্তানের ম্যাচ ছিল আমেরিকার বিরুদ্ধে। আয়োজক দেশ হলেও তারা চমকে দিয়েছে গ্রিন আর্মিকে সুপার ওভারে হারিয়ে। রবিবার এই পাকিস্তানের বিরুদ্ধেই খেলতে নামবে ভারত। তার আগে পাকিস্তানের প্রতিটা খুটিনাটি বিষয়ে চোখ রেখেছিলেন রাহুল। বল বাই বল ম্য়াচ ফলো করছিলেন। কোচের যে কাজে খামতি রাখতে নেই, তা তুলে ধরেছে রাহুলের এই ছবি। এমন নিষ্ঠাই ক্রিকেটার থাকাকালীন দেখিয়েছেন। কোচ হিসেবেও দেখাচ্ছেন।

Leave a Reply