টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও বিতর্কে পাকিস্তান ক্রিকেট টিম। এ বার বল বিকৃতির গুরুতর অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন আমেরিকার পেসার রাস্টি থেরোন। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন এই পেসার। তাঁর অভিযোগ পাক পেসার হ্যারিস রউফকে নিয়ে। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই চূড়ান্ত লজ্জার সামনে পাকিস্তান। বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা আমেরিকার কাছে পাকিস্তান হেরেছে। সব কিছু ঠিক থাকলে নির্ধারিত ২০ ওভারেই জয় নিশ্চিত করতে পারত আমেরিকা। শেষ অবধি সুপার ওভারে জয়। আর এই ম্যাচেই হ্যারিস রউফের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুললেন আমেরিকার পেসার।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন আমেরিকার অধিনায়ক মনাঙ্ক প্যাটেল। তাঁদের অনবদ্য বোলিংয়ের সৌজন্যে পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে পাকিস্তান। বাবর আজম ও শাদাব খান ব্যাট হাতে কিছুটা ভরসা দেন। অবদান রাখেন লোয়ার অর্ডারও। শেষ অবধি আমেরিকাকে ১৬০ রানের টার্গেট দেয় পাকিস্তান। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিল আমেরিকা। অধিনায়ক মনাঙ্ক প্যাটেল হাফসেঞ্চুরি করেন। যদিও ২০ ওভারে ১৫৯ রানেই থামে তারা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই জয়।
সোশ্য়াল মিডিয়ায় আমেরিকার পেসার রাস্টি থেরোন আইসিসিকে মেনশন করে অভিযোগ জানিয়েছেন। এক্স হ্যান্ডলে লিখেছেন-আমার কি দেখেও দেখব না যে পাকিস্তান কী ভাবে বলের আকৃতি পাল্টে দিচ্ছে? ২ ওভার আগেই বল পরিবর্তন করা হয়েছিল, রিভার্স সুইংয়ের জন্যই কি এমন করছেন? আপনারা পরিষ্কার দেখতে পাবেন, বোলিং রান আপে দাঁড়িয়ে হ্যারিস রউফ কী ভাবে বুড়ো আঙুলের নিখ দিয়ে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করছে।
@ICC are we just going to pretend Pakistan aren’t scratching the hell out of this freshly changed ball? Reversing the ball that’s just been changed 2 overs ago? You can literally see Harris Rauf running his thumb nail over the ball at the top of his mark. @usacricket #PakvsUSA
— Rusty Theron (@RustyTheron) June 6, 2024
রাস্টি থেরোনের পোস্টে অনেকেই নানা মন্তব্য করেছেন। বেশির ভাগই পাকিস্তানকে তুলোধনা করে। অনেকেই প্রতারক বলতেও ছাড়ছেন না পাকিস্তান ক্রিকেট টিমকে। ম্যাচে হ্যারিস রউফ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শেষ ওভারে ১৫ রানের টার্গেট ছিল আমেরিকার। হ্যারিস রউফের সেই ওভারে ১৪ রান আসে। ম্যাচ গড়ায় সুপার ওভারে।