India vs Pakistan: আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে ভারত-পাক ম্যাচ, কেন জানেন?Image Credit source: AFP
কলকাতা: এই মুহূর্তে উত্তেজনায় টগবগ করে ফুটছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। আগামিকাল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। এই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে একেবারে কোমর বেঁধে নেমেছে মার্কিন মুলুকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা। হাইভোল্টেজ ম্যাচে কড়া নিরাপত্তার মোড়ক না থাকলে চলে না। তার ওপর যখন এই ম্যাচে আগে থেকেই রয়েছে জঙ্গি হামলার হুমকির খবর। এ বার নাসাউ কাউন্টি কর্তারা জানিয়েছেন, নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপদে ভারত-পাক ম্যাচ আয়োজনের জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি নিয়ে নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান বলেছেন, “এর কিছুই অপ্রত্যাশিত নয়। এই ধরনের ইভেন্ট থাকলে কিছু হুমকি আসেই। সকলকে নিরাপদে রাখতে আমরা কোনও কসুর রাখছি না। আমরা আত্মবিশ্বাসী যে পরিস্থিতির মোকাবিলা করতে পারব।”
মার্কিন মুলুকে বিশ্বকাপ নতুন ঘটনা, কিন্তু সেখানকার কর্তাদের মতে, তাঁদের ক্রিকেট ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা নাও থাকতে পারে, কিন্তু নিরাপত্তা প্রদানের অভিজ্ঞতা বেশ রয়েছে। এমনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার এক মিডিয়া ইভেন্টে বলেছেন, “ক্রিকেট খেলা আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু নিরাপত্তা প্রদান করা নয়। কয়েক বছর আগে যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য আমরা নিরাপত্তার আয়োজন করেছিলাম। এই ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার মাত্রা তার তুলনায় অনেক বেশি হবে।”
নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন, শহরের আনাচে কানাচে বিশেষ নজরদারি দেওয়ার জন্য টহলদারের সংখ্যা বাড়ানো হয়েছে। স্টেডিয়াম আসার সমস্ত রাস্তা এবং স্টেডিয়ামের প্রতিটি কানায় ক্যামেরা লাগানো হয়েছে। যাতে কোনও রকম সন্দেহ জনক পরিস্থিতি নজরে এলেই পুলিশের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া যায়।