সুপার সান ডে। প্রকৃত অর্থেই। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আর হয় না। ভরসা এখন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক দ্বৈরথ। আগামী কাল টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ঘিরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। নিউ ইয়র্কের পিচ নিয়ে একটা অস্বস্তি রয়েছে। অসমান বাউন্সের কারণে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যাটাররা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হঠাৎ লাফিয়ে ওঠা একটি ডেলিভারিতে চোট পয়েছিলেন রোহিত শর্মা। চোট নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে যান। ব্যথা বাড়তে থাকায় আর ঝুঁকি নেননি। মাঠ ছাড়েন। এ দিন সাংবাদিক সম্মেলনে সেই ধোঁয়াশা পরিষ্কার করলেন রোহিত।
পাকিস্তান ম্যাচের আগে প্রস্তুতিতেও চোট পেয়েছিলেন রোহিত। একটা প্রশ্ন তৈরি হয়েছিল, রোহিত কি আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন? রোহিত নিজে অবশ্য বলছেন, এই ম্যাচে খেলবেন। শুধু তাই নয়, সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় বিষয়। সেখানে কোনও বাধাকেই ভয় পাই না। আমরা এমন কঠিন পরিস্থিতির সামনে নিজেদের ঠেলে দিতে অভ্যস্ত। চোট-আঘাত পরের ভাবনা। টিম সবার আগে।’
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে একবারই বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণে। এরপর থেকে অপেক্ষা চলছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও শুরুটা দুর্দান্ত হয়েছিল। কিন্তু ট্রফি আসেনি। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিত-বিরাটদের কাছে এটিই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাভাবিক ভাবেই তাগিদটা বেশি। ক্যাপ্টেন হিসেবে আইসিসি ট্রফির আক্ষেপ মেটাতে মরিয়া রোহিতও। তার লক্ষ্যের কাছে যে চোট আঘাত কোনও বিষয়ই নয়, পরিষ্কার করে দিয়েছেন।