India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে নিউ ইয়র্কে সচিন, ধোনিও কি থাকছেন?
কলকাতা: বিশ্বকাপের (T20 World Cup) হাইভোল্টেজ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টার যে মার্কিন মুলুকে মেগা ম্যাচ চাক্ষুষ করবেন, এমনটা কয়েকদিন আগেই শোনা গিয়েছিল। এ বার সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে জানা গিয়েছে, নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন সচিন। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এর মধ্যে খোঁজ শুরু করেছেন, বিরাট-বাবরদের বিশ্বকাপ লড়াই দেখতে কি নিউ ইয়র্ক যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)?
সচিন তেন্ডুলকর তো পৌঁছে গিয়েছেন নিউ ইয়র্কে। আর মহেন্দ্র সিং ধোনি কোথায় রয়েছেন? তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনির ইন্সটাগ্রাম বলছে, ধোনি সপরিবারে এখন ভ্যাকেশন মোডে রয়েছে। কয়েকদিন আগেই ধোনি-সাক্ষীরা সামিল হয়েছিলেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি ওয়েডিং পার্টিতে। তারপর ইতালির বিভিন্ন জায়গায় ঘুরছেন ধোনি-সাক্ষী ও তাঁদের মেয়ে জিভা। সাক্ষীর ইন্সটাগ্রামে তাঁদের ইতালি ভ্রমণের একগুচ্ছ ছবি দেখা যাবে। ফলে আগামিকাল ভারত-পাক ম্যাচ দেখতে হয়তো নিউ ইয়র্ক পৌঁছবেন না ধোনি।
Sachin Tendulkar has reached New York for India Vs Pakistan match. 🐐 pic.twitter.com/6HNCU2r1Fh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 8, 2024
এর আগে আইপিএলের সময় রোহিত শর্মার কাছে প্রশ্ন এসেছিল মহেন্দ্র সিং ধোনিকে কি বিশ্বকাপ টিমে খেলার জন্য রাজি করানো যাবে? ওই সময় রোহিত জানিয়েছিলেন, ধোনি তো বিশ্বকাপের সময় আমেরিকায় যাবেন, গল্ফ খেলার জন্য। আসলে মাহি ক্রিকেটের ফাঁকে গল্ফ খেলায় মেতে থাকেন। তাই রোহিত ভেবেছিলেন, আইপিএলের শেষে হয়তো সময় কাটানোর জন্য মহেন্দ্র সিং ধোনি আমেরিকাতে যেতেও পারেন। আপাতত ধোনি ফ্যামিলি ম্যান। তাই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের গ্যালারিতে তাঁর না থাকার সম্ভবনাই বেশি।