দুটো শব্দ শুনেছি, কনফার্ম করবে… পাকিস্তানের হারের পর মজার টুইট দিল্লি পুলিশের!


কলকাতা: ক্রিকেট বা খেলার প্রভাব প্রশাসনেও দেখা যায়। বিশেষ করে পুলিশ বিভাগে। কেউ রান আউট হলে ট্রাইক নিয়ম লঙ্ঘনের সঙ্গে জুড়ে মজা করে বার্তা দেওয়া হয়। পেস বোলিংয়ের সময়ও এমনটা হয়। এই চল এসেছে আমুলের হাত ধরে। সেই ধারা মেনে এ বার বেশ মজার টুইট করল দিল্লি পুলিশ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারতের কাছে লজ্জার হার হয়েছে পাকিস্তানের। ১২০ রান তাড়া করতে নেমে ৬ রানে হেরে বসেছে বাবর আজমের টিম। আমেরিকার কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে বসেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে এই হার আরও কোণঠাসা করে ফেলল পাকিস্তানকে। এখান থেকে সুপার এইটে গ্রিন আর্মি উঠতে পারবে কিনা, তা নিয়েই সংশয়। তারই মধ্যে দিল্লির মজাদার টুইট উপভোগ করছেন সবাই।

নিউ ইয়র্ক শহরের আইন কানুন সামলানোর দায়িত্ব থাকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কাঁধে। যাদের ছোট করে ডাকা হয় এনওয়াইপিডি বলে। তাদেরকেই ট্যাগ করে একটি টুইট করেছে দিল্লি পুলিশ। জানতে চেয়েছে, হেই এনওয়াইপিডি, আমরা খুব জোরালো দুটো শব্দ শুনতে পেয়েছি। প্রথমটা ইন্ডিয়া…ইন্ডিয়া। আর দ্বিতীয় বোধহয় একসঙ্গে অসংখ্য টিভি সেট ভাঙার। আমাদের কনফার্ম করতে পারবে? দিল্লি পুলিশের এই টুইট বেশ মজা পেয়েছেন ক্রিকেট প্রেমীরা। তাঁরাও আলোচনা করছেন এই টুইট নিয়ে।

মজা-রসিকতা বোঝা বা শোনার সময় এখন নেই পাকিস্তানের। পর পর দুটো ম্যাচ হারের পর যা পরিস্থিতি টিমের, তাতে পরের দুটো ম্যাচ জিতলেও সুপার এইটে টিম যাবে কিনা, সন্দেহ আছে। অনেক অঙ্ক মেলাতে হবে। তাকিয়ে থাকতে হবে বাকি টিমগুলোর দিকে। ভারতকে যেমন পরের দুটো ম্যাচ জিততে হবে, তেমনই আমেরিকাকে হারতে হবে পরের দুটো ম্যাচ। বাবর অ্যান্ড কোং এখন এ সব নিয়ে ভাবছেন না। লড়াইয়ে ফিরতে মরিয়া গ্রিন আর্মি।



Leave a Reply