IND vs PAK: নতুন মহাদেশ, একই ফলাফল… বাবরদের ‘কাটা ঘায়ে নুনের ছিটে’ ভারতীয় কিংবদন্তিরImage Credit source: X
কলকাতা: দিন পেরোয়, মাস পেরোয়, বছরও পেরিয়ে যায়— কিন্তু পাকিস্তান ক্রিকেট টিমের ভাগ্য যেন বদলাতেই চায় না। ২২ গজে ভারতের বিরুদ্ধে নামলেই পাকিস্তানের হৃদয় ভেঙেই যায়। এ বারও তেমনটাই হল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ছিল ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। এই নিয়ে সপ্তম বার পাকিস্তানকে হারাল মেন ইন ব্লু। ভারতের জয়ের পর দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে ভারতের পারফরম্যান্সের মার্কশিট।
ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর নাসাউতে হাজির হয়েছিলেন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। শুধু সচিনই নন, রবি শাস্ত্রী, যুবরাজ সিংয়ের মতো ভারতের প্রাক্তন তারকারাও ছিলেন নিউ ইয়র্কের ভারত-পাক ম্যাচে দর্শক হিসেবে। পাকিস্তানকে ৬ রানে ভারত হারানোর পর সোশ্যাল মিডিয়া সাইট X এ সচিন লেখেন, ‘ভারত বনাম পাকিস্তান, নতুন মহাদেশ, একই ফলাফল।’ সেখানেই থেমে থাকেননি সচিন। আরও লেখেন, ‘টি-২০ হতে পারে ব্যাটারদের খেলা, কিন্তু নিই ইয়র্কে বোলাররাই চোখ জুড়িয়েছে। একটা দুর্দান্ত ম্যাচ। অসাধারণ পরিবেশ। আমেরিকায় একটা অসাধারণ ম্যাচ দেখা গেল। ভারত দারুণ খেলেছে।’
India vs Pakistan. New continent, same result 😛
T20 may be a batters’ game, but in New York, bowlers were the Apple of our eyes today.
What a thrilling match! Great atmosphere and a wonderful exhibition of our great game in America. Well played, India 🇮🇳 😊#INDvPAK… pic.twitter.com/tdVVREclVp
— Sachin Tendulkar (@sachin_rt) June 9, 2024
ভারতের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেওয়াগ সোশ্যাল মিডিয়া সাইট X এ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সেলিব্রেশনের এক ছবি দিয়ে লিখেছেন, ‘হার থেকে জয় এনে দেয় যে, তাঁকে বুমরা বলে। একটা অসাধারণ স্পেল এবং নিউ ইয়র্কে দারুণ জয়।’
Haar se Jitane waale ko Bumrah kehte hain
What a fabulous spell and a very special win in New York. pic.twitter.com/Ub57RpWPba— Virender Sehwag (@virendersehwag) June 9, 2024
সচিন-বীরুর পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ X এ লেখেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে একটা উত্তেজক ম্যাচে অল্প রান করেও একটা দারুণ জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ঋষভের ইনিংসের কথা বলতেই হয়। আর বুমরা যে ভাবে শৃঙ্খলার সঙ্গে বোলিং আক্রমণ সামলেছে এবং তিনটে উইকেট নিয়েছে- তা এক কথায় অসাধারণ। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।’
Outstanding performance from India to pull off a brilliant win in a low-scoring thrillerin a high-pressure match against Pakistan! Rishabh held the innings together with customary flair and Bumrah led the disciplined bowling attack with a splendid three-wicket haul. This win… pic.twitter.com/lTli0gwams
— VVS Laxman (@VVSLaxman281) June 9, 2024