রবিবারটা কেমন ছিল… হারের পর পাক সমর্থকদের কটাক্ষ ভারতীয় অলরাউন্ডারের


IND vs PAK: রবিবারটা কেমন ছিল… হারের পর পাক সমর্থকদের কটাক্ষ ভারতীয় অলরাউন্ডারেরImage Credit source: X

কলকাতা: ভারত-পাক নিছক ক্রিকেট নয়। রাজনীতি থেকে ধর্ম, সবেতেই যেন পাক খায় দুই দেশের ক্রিকেট যুদ্ধ। হারলে গালিগালাজ, জিতলে পুরস্কার— ভারত হোক আর পাকিস্তান কোনও ফারাক দেখা যায় না। বিশ্বকাপের ইতিহাসে এমনিতেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ট্র্যাকরেকর্ড ভালো নয়। স্রেফ হারের গল্প। সেখান থেকে পাকিস্তান আবার ঘুরে দাঁড়াবে, এমনই স্বপ্ন দেখা চলছিল। কিন্তু এ বারের মতো অতীত পাল্টাতে পারল না পাকিস্তান। এখন সুপার এইটের যা অঙ্ক, তাতে বাবর আজমের পাকিস্তান বিশ্বকাপে (T20 World Cup) টিকে থাকতে পারবে কিনা, তা নিয়েই রয়েছে সংশয়। একে হারের ধাক্কায় বেসামাল পাকিস্তান, তারই মধ্যে আবার সমর্থকদের নিয়ে তীর্যক রসিকতা করলেন ভারতের এক অলরাউন্ডার।

ইনি আর কেউ নন ইরফান পাঠান। ভারত-পাকিস্তান ম্যাচ থাকলেই এমন এমন টুইট করেন, যা উত্তেজনা বাড়িয়ে দেয় ওয়াঘার ওপারে। পাকিস্তানি সমর্থকদের সঙ্গে নানা সময় তর্জাও দেখা গিয়েছে তাঁর। ভারত জিততেই সেই ইরফান আবার পুরনো মুডে। সরাসরি বিঁধলেন ওই দেশের সমর্থকদের। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো টুইট করে জিজ্ঞেস করলেন, ‘যত প্রতিবেশিরা ফালতু বকছিল, তাদের কাছে প্রশ্ন, রবিবারটা কেমন কাটল?’

এই মজাটুকু বাদ দিলে কিন্তু ইরফান আবার পাকিস্তান টিমের প্রশংসাও করেছেন। তিনি লিখেছেন, ‘পাকিস্তনের যে ক্রিকেট সমর্থকরা সৎ, তাদের উদ্দেশে বলব, তোমাদের টিম বিশ্বকাপের ম্যাচে অনেক মুহূর্তেই ভালো পারফর্ম করেছে। কিন্তু ফিনিশিং লাইন পার করতে পারেনি। ব্যাটিং খুব ভালো নয়। এই রকম ব্যাটিং নিয়ে সমস্যায় পড়তে হয়, যদি কোনও পিচে বল মুভ করে। আর তোমাদের টিমের ফিল্ডিংটা খুবই খারাপ।’

Leave a Reply