এমন কিংকে নিয়ে কী করব? বাবর আজমকে কাঠগড়ায় তুললেন পাকিস্তানের ‘কোহলি’


টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সফর কতটা, আজ রাতেই হয়তো ঠিক হয়ে যাবে। টানা দু-ম্যাচ হেরে খাদের কিনারায় পাকিস্তান। আজ হার মানেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাওয়া। এরপর স্রেফ নিয়মরক্ষার একটি ম্যাচই বাকি থাকবে। আজ জিতলেও যে সুপার এইটে যাওয়া নিশ্চিত তা নয়। অনেক জটিল অঙ্কের সামনে দাঁড়িয়ে বাবর আজমরা। আর হারলে কোনও অঙ্কই কাজে দেবে না। বিশ্বকাপের পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ সে দেশের প্রাক্তনরাও। টিমের মধ্যে রাজনীতি, স্বজনপোষণ এমন অনেক অভিযোগই তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানের ‘বিরাট কোহলি’ এ বার কাঠগড়ায় দাঁড় করালেন বাবর আজমকেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান। এরপর রবিবার ভারতের বিরুদ্ধে মাত্র ১২০ রান তাড়া করতে নেমে হার। আমেরিকার কাছে হারের পর প্রকাশ্যেই দলের বোলারদের সমালোচনায় মেতেছিলেন ক্যাপ্টেন বাবর আজম। ভারতের বিরুদ্ধে বোলাররা ভালো পারফর্ম করলেও ডুবিয়েছেন ব্যাটাররা। বাবরের ক্যাপ্টেন্সি নিয়েও নানা প্রশ্ন উঠছে।

পাকিস্তানের বিরাট কোহলি হিসেবে পরিচিত আহমেদ শেহজাদ কিছু দিন আগেই প্রশ্ন তুলেছিলেন, বাবর তো আর ধোনি নয়, তা হলে কেন ওকে ক্যাপ্টেন্সিতে ফেরানো হয়েছিল? টানা দুটি হারের পর শেহজাদ বলছেন, ‘বাবর ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমরা অতি সাধারণ (শব্দটি ব্যবহার করার জন্য দুঃখিত) মানের টিমের কাছেও হারছি। পাকিস্তান ক্রিকেটে যা চলছিল, এমনটাই হওয়ার কথা ছিল।’

ভারতের বিরুদ্ধে দুর্দান্ত খেলছিলেন মহম্মদ রিজওয়ান। ১৫তম ওভারের শুরুতে তাঁকে ক্লিন বোল্ড করেন বুমরা। এরপরই খেই হারায় পাকিস্তান। শেহজাদ বলছেন, ‘টিমে অনেকেই রয়েছে যারা ৪-৫ বছর ধরে খেলছে। তারাই সমস্ত সিদ্ধান্ত নেয়। তাদের কি দায়িত্ব নেওয়াটাও উচিত ছিল না? ভারতের বিরুদ্ধে ১২০ রান তাড়ার করার মতো দায়িত্বটাই কেউ নিতে পারল না।’

বাবরকে পাকিস্তান ক্রিকেটে কিং বলা হয়ে থাকে। সেই বাবরকেই তুলোধনা করে শেহজাদ বলেন, ‘বড় টুর্নামেন্টে ওর গড় ২৭, স্ট্রাইকরেট ১১২। এর মধ্যে ১৪০০ রান এসেছে হারের ম্যাচে। বিশ্ব ক্রমতালিকায় এই পরিসংখ্যান তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। কোন কিংয়ের এই পরিসংখ্যান থাকে? এমন কিংকে নিয়ে কী করব যে ম্যাচ জেতাতে পারে না?’



Leave a Reply