বিরাট এনার্জি, ধোনি শান্ত… সতীর্থদের এক শব্দে যা বললেন ঋষভ পন্থ


Rishabh Pant: বিরাট এনার্জি, ধোনি শান্ত… সতীর্থদের এক শব্দে যা বললেন ঋষভ পন্থ

কলকাতা: ঋষভ পন্থ (Rishabh Pant) আবার ২২ গজে রাজ করা শুরু করেছেন। দীর্ঘদিন মাঠের বাইরে কাটিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার ব্যাটার। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) দুরন্ত ছন্দে রয়েছেন রুরকির ছেলে পন্থ। তিনি বরাবর হাসিমুখেই থাকেন। এ বার সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল। যেখানে পন্থ তাঁর ভারতীয় টিমের সতীর্থ এবং দিল্লি ক্যাপিটালস টিমের সতীর্থরা কেমন, তা একবাক্যে বোঝানোর চেষ্টা করেছেন। ঋষভ পন্থের চোখে বিরাট কোহলি মানেই শক্তি। মহেন্দ্র সিং ধোনি মানে শান্ত। রোহিত-কুলদীপদের কী বললেন পন্থ?

সোশ্যাল মিডিয়ায় ঋষভের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন দিল্লি ক্যাপিটালস টিমে আমার সতীর্থ এবং ভারতীয় টিমে আমার সতীর্থদের এক শব্দে কী বলে বোঝাতে চাই। আজ সেটাই একটা ছোট ভিডিয়ো মারফত জানাচ্ছি।’ এরপর ভিডিয়োতে দেখা যায়, প্রথমেই বিরাট কোহলির নাম শুনে পন্থ বলেন এনার্জি। তারপর যথাক্রমে— মহেন্দ্র সিং ধোনি- শান্ত, রোহিত শর্মা – চিকি (মজার), শ্রেয়স আইয়ার – স্মার্ট, কেএল রাহুল – ক্লাসি, রবীন্দ্র জাডেজা – গুজ্জু ভাই, শার্দূল ঠাকুর – নলেজ (জ্ঞান), চেতেশ্বর পূজারা – ডিসিপ্লিন (শৃঙ্খলা), অক্ষর প্যাটেল – দোস্ত (বন্ধু), কুলদীপ যাদব – বত্তমিজ, জ্যাক ফ্রেজার – হাইপার, ত্রিস্টান স্টাবস – সুইট (মিষ্টি), ডেভিড ওয়ার্নার – ভারতীয় (যা বলে হেসে ফেলেন পন্থ), খলিল আহমেদ – দিমাগ খারাব (মাথা খারাপ), রিকি পন্টিং – ক্লেভার (চতুর)।

২৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ এ বারের টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেন অপরাজিত ৩৬ রান। ওই ম্যাচে তিনি নিয়েছিলেন ২টি ক্যাচও। তারপর পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ করেন ৪২ রান এবং নেন ৩টি ক্যাচ। এ বার দেখার বুধ-রাতে আমেরিকার বিরুদ্ধে পন্থ কেমন পারফর্ম করেন।



Leave a Reply