Lionel Messi: একদিন সব কিছু… অবসর নিয়ে জোরালো ইঙ্গিত মেসিরImage Credit source: X
কলকাতা: গত বছর যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। আগামী বছর পর্যন্ত চুক্তি। ২০২৬ সালের বিশ্বকাপ হবে আমেরিকায়। ততদিন তিনি মার্কিনমুলুকেই থাকবেন, এমনটা নিশ্চিত। তার পর? লিওনেল মেসি (Lionel Messi) কি বিশ্বকাপের পর অবসর নিতে চলেছেন ফুটবল থেকে? এই জল্পনা নিজেই উস্কে দিলেন। ২১ জুন থেকে শুরু কোপা আমেরিকা। যে টুর্নামেন্টও এ বার হতে চলেছে যুক্তরাষ্ট্রেই। সেখানে আর্জেন্টিনার (Argentina) হয়ে খেলতে দেখা যাবে এলএম টেনকে। কোপাতে নেমে পড়ার আগেই কিন্তু মেসি নিজের অবসরের গল্প শুনিয়ে দিলেন। কী ভাবছেন মেসি?
ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া সহজ ছিল না তাঁর কাছে। ডেভিড বেকহ্যামের ক্লাবে পা রাখার পর থেকে মার্কিন ফুটবলের ছবিটাই বদলে গিয়েছে। মেসিকে দেখে অনেক তারকা পা বাড়িয়েছেন। সেই ঢল যে আরও বাড়বে, তা মোটামুটি নিশ্চিত হয়েই বলা যায়। এখনও পর্যন্ত ক্লাবের হয়ে ২৯টা ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ২৫টা গোল, করিয়েছেন ১৬টা। মেসি ম্যাজিক যে এখনও বহাল, তা উপচে পড়া গ্যালারি দেখলেই বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে লিও কিন্তু নিজের পরবর্তী ভাবনা সেরে ফেলেছেন। বয়স হয়েছে ৩৫। আর কতদিন ফুটবল খেলবেন মেসি?
এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সব কিছুরই একটা শেষ আছে। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি, ইন্টার মায়ামিই আমার ফুটবল কেরিয়ারের শেষ ক্লাব। আমি ফুটবল ছাড়ার কথা একবারও ভাবিনি। তবে ইউরোপের ফুটবল ছেড়ে মায়ামিতে আসার সিদ্ধান্ত কঠিন ছিল। এটাও সত্যি যে, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেকে নিয়ে নতুন ভাবে বা একেবারে অন্য রকম ভাবে ভাবার সুযোগও এসেছিল। আমি সারাটান জীবন শুধু ফুটবল খেলেছি। আমি ট্রেনিং করতে ভালোবাসি। প্রতিটা দিন এটা ভালো লাগে। কিন্তু একটু চিন্তা থাকেই, একদিন সব কিছু শেষ হবে।’
মেসি যে দিন ফুটবল থেকে অবসর নেবেন, সারা পৃথিবী কিছুক্ষণের জন্য হলেও থমকে দাঁড়াবে। সেই দিনটা যে নেমে আসবে মেসির পৃথিবীতে, তিনি নিশ্চিত। এমনই তো হয়। এমনই তো জীবন। তার আগে, নিজেকে ফুটবলের জন্য বিলিয়ে দিতে চান মেসি।