T20 World Cup 2024: বাবরদের দেখে লোকসান, সূর্য ৩ হাজার ডলার উসুল করে দিলেন পাক সমর্থকেরImage Credit source: X, ANI
কলকাতা: দূর দূরান্ত থেকে নিউ ইয়র্কে একাধিক দর্শকরা চলতি বিশ্বকাপে (T20 World Cup 2024) কখনও ভারতের, তো কখনও পাকিস্তানের ম্যাচ দেখতে এসেছিলেন। এ বার সেই নাসাউ কাউন্টি স্টেডিয়াম ভেঙে ফেলা হবে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাকিস্তানের এক ভক্তর ভিডিয়ো। যিনি ৩ হাজার ডলারের (ভারতীয় মুদ্রায় যা প্রায় আড়াই লক্ষ টাকা) বিনিময়ে নিজের ট্র্যাক্টর বিক্রি করেছিলেন। তারপর তিনি নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছিলেন। বাবর আজমরা ভারতের কাছে হেরে যাওয়ায় ওই পাক ভক্তর মন খারাপ হয়েছিল। তিনি হতাশ হয়েছিলেন। এ বার অবশ্য ভারতীয় ক্রিকেট টিম তাঁর মন ভালো করে দিয়েছে।
পাকিস্তানের ওই ভক্ত টি-২০ বিশ্বকাপে ভারত ও আমেরিকার ম্যাচ দেখতেও এসেছিলেন। যা দেখার পর মন ভরে গিয়েছে তাঁর। এমনটা নিজেই বলেছেন তিনি। এএনআইকে তিনি বলেন, ‘আমি ৩ হাজার ডলারের ট্র্যাক্টর বিক্রি করে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলাম। যেটায় আমরা হেরেছিলাম। আমার খুব মন খারাপ ছিল। ভারতের ভক্তরা আমাকে ভালো ভালো মেসেজ করেছিল। আমার তাই মনে হয়েছিল ভারতকে (আমেরিকার বিরুদ্ধে ম্যাচে) আমার সমর্থন করা দরকার। তাই আমি এসেছিলাম। ৩০০০ ডলারে ট্র্যাক্টর বিক্রি করে দেখতে এসেছিলাম বাবর আজমের ম্যাচ, কিন্তু আজ সূর্য আমার হৃদয় জিতে নিয়েছে। ট্র্যাক্টর বিক্রির পয়সা উসুল হয়ে গিয়েছে।’
#WATCH | New York, USA: “I sold my tractor for $3000 to watch the India vs Pakistan match, in which we lost. I was very disappointed… Surya has won my heart today. Tractor ke paise India ne vasool karva diye,” says a Pakistani fan on India’s win against US in the T20 World Cup. pic.twitter.com/9wJdoOjpRS
— ANI (@ANI) June 13, 2024
গ্রিন আর্মির ওই ভক্তের কথায় পরিষ্কার, যা তিনি চেয়েছিলেন বাবর আজম, শাহিন আফ্রিদিদের থেকে, তা পাননি। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট টিম তাঁকে খুশি দিয়েছে।