ভিডিয়ো: ইউরো সফর শুরুর পথে মদ্রিচরা, বুক চিতিয়ে সমর্থনে প্রস্তুত লাস্যময়ী ইভানা নল!


ইউরো কাপের গ্যালারির দ্যুতি ছড়াতে তৈরি ক্রোট সুন্দরী ইভানা নল

কলকাতা: জার্মানিতে বসেছে এ বারের ইউরো কাপের (Euro Cup 2024) আসর। টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দীর্ঘ এক মাসের ফুটবল যুদ্ধ। মোট ২৪টি দল লড়াইয়ের আসরে নামছে। এ বছরই একঝাঁক তারকা ফুটবলারের শেষ ইউরো কাপ হতে চলেছে। তাই টুর্নামেন্টের আকর্ষণ বেড়েছে। আর এরই মাঝে ফুটবল প্রেমীরা খোঁজ শুরু করেছেন ইভানা নলের (Ivana Knoll)। মনে পড়ে তাঁকে? কাতার বিশ্বকাপের সময় ক্রোয়েশিয়ার ম্যাচ মানেই ইভানা নলকে দেখার জন্য দর্শকদের কাকুতি মিনতি দেখা যেত। পরনে চেক লাল-সাদা স্বল্প পোশাক। আর তাতেই তিনি ঝড় তুলতেন গ্যালারিতে এবং সোশ্যাল মিডিয়ায়। ইউরো কাপ শুরু হতেই সেই স্বল্প পোশাকের লাস্যময়ী ইভানার অপেক্ষায় ফের ফুটবল প্রেমীরা।

ইউরো কাপে একাধিক তারকা সমৃদ্ধ দল রয়েছে। একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, টনি ক্রুজ, হ্যারি কেনরা যেমন এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ, ঠিক তেমনই তাঁদের মতোই আকর্ষণ তৈরি করেছেন ক্রোট সুন্দরী ইভানা। অনেকেই প্রতীক্ষা করছেন ইভানা নলের জন্য। মিস ক্রোয়েশিয়া খেতাব জয়ী ইভানা ইতিমধ্যেই জার্মানি পৌঁছে গিয়েছেন। আজ, শনিবার ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ৯টা নাগাদ রয়েছে ক্রোয়েশিয়ার ম্যাচ। প্রতিপক্ষ স্পেন।

ক্রোয়েশিয়া ২০১৮ বিশ্বকাপ ফাইনালে উঠেছে, কাতারে সেমিফাইনাল, ট্রফি আসেনি। ক্রোয়েশিয়া ক্যাপ্টেন মদ্রিচের হাতে ট্রফি দেখতে মরিয়া সে দেশের সকলেই। আর ইউরো যাত্রা শুরু করছে ক্রোয়েশিয়া, অথচ গ্যালারিতে ইভানা নল থাকবেন না? তাও আবার হয় নাকি। হবেও না। তাঁর ইন্সটাগ্রাম এখন সেটাই জানান দিচ্ছে। ইতিমধ্যেই ক্রোয়েশিয়ান সুন্দরী চেক লাল-সাদা জামা পরে বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ইউরো কাপের গ্যালারির দ্যুতি ছড়াতে তৈরি ক্রোট সুন্দরী ইভানা নল। বছর ২৬ এর ইভানা বর্তমানে সিঙ্গল। তিনি ইউরো কাপ শুরু হওয়ার আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর প্রেমিকের সঙ্গে ১০ বছরের সম্পর্কে ইতি টেনেছেন। এবং বর্তমানে ইভানা নল নতুন পার্টনারের খোঁজে রয়েছেন। কে বলতে পারে ইউরোর লড়াই দেখতে গিয়েই হয়তো নতুন পার্টনারও পেয়ে যেতেই পারেন ইভানা নল।



Leave a Reply