বিশ্বকাপে অভাবনীয় কীর্তি, কিছুতেই যেন বিশ্বাস করা যায় না!


নিউজিল্যান্ড জার্সিতে বিদায়ী ম্যাচ খেলছেন ট্রেন্ট বোল্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর খেলবেন কিনা নিশ্চয়তা নেই। তবে বিশ্বকাপে খেলবেন না, নিশ্চিত করে দিয়েছেন। তেমনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায়ী ম্যাচ খেলছেন টিম সাউদি। এ ছাড়াও বর্তমান কিউয়ি স্কোয়াডের অনেকেই হয়তো শেষ বার দেশের জার্সিতে এই ফরম্যাটে খেলছেন। সতীর্থদের বিদায়ী ম্যাচে অবিশ্বাস্য কীর্তি। স্বপ্নের স্পেলও বলা যায় লকি ফার্গুসনের।

সুপার এইটের দৌড় থেকে আগেই বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। তেমনই পাপুয়া নিউ গিনিও। গ্রুপ পর্বের শেষ ম্যাচ। নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। সতীর্থদের মঞ্চে ঐতিহাসিক বোলিং লকি ফার্গুসনের। বৃষ্টির কারণে দেরিতে হয় টস। রান তাড়ার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু টসের পরই ফের বৃষ্টি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ম্যাচ শুরু। এরপর কিউয়ি পেসারদের দাপট। আলাদা করে বলতে হয় ফার্গুসনের কথা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বার। ২০২১ সালে পানামার বিরুদ্ধে কানাডার সাদ বিন জাফর ৪ ওভারের স্পেলের ৪টিই মেডেন ওভার করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম বার এমন কীর্তি। আর তা হল লকি ফার্গুসনের সৌজন্যে। চার ওভারের চারটিই মেডেন। নিলেন তিন উইকেট! তাঁর সতীর্থ বোলাররা কীর্তি না গড়লেও দুর্দান্ত বোলিং করেছেন। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং ঈশ সোধি দুটি করে উইকেট নেন।

Leave a Reply