ভারতীয় দলের কোচ হতে প্রস্তুত গৌতম গম্ভীর! এর আগে নানা ভাবেই এই ইঙ্গিত ছিল। বল যে গৌতম গম্ভীরের কোর্টেই তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতীয়দের মধ্যে কোচের দৌড়ে ছিলেন ভিভিএস লক্ষ্মণও। তিনি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে। ভিভিএস আগ্রহ প্রকাশ করেননি বলেও খবর। ভাবা হয়েছিল বীরেন্দ্র সেওয়াগের কথাও। হাই প্রোফাইল হলেও দৌড়ে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীরই। তবে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার আগে পাঁচটি শর্ত দিয়েছিলেন গৌতম গম্ভীর। বোর্ডের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে বলেও সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। কোন শর্ত মানা হল?
গৌতম গম্ভীর বোর্ডকে যে শর্ত দিয়েছিলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফ। রবি শাস্ত্রী কোচ থাকাকালীন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ ছিলেন ভরত অরুণ (বোলিং কোচ), বিক্রম রাঠোর (ব্যাটিং কোচ) এবং শ্রীধর (ফিল্ডিং কোচ)। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফই বেছে নিয়েছিলেন। পুরনোদের মধ্যে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এখনও দায়িত্বে রয়েছেন। বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পারশ মামরে, ফিল্ডিং কোচ টি দিলীপ। গম্ভীরও নিজের মতোই সাপোর্ট স্টাফ বেছে নিতে চান বলে জানিয়েছেন বোর্ডকে।
হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্করকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, ‘গম্ভীরের সঙ্গে আমরা কথা বলেছি। তাঁকে ভারতীয় দলের দায়িত্ব দিতে অনুরোধ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হবেন গম্ভীর।’ সূত্রের খবর, গম্ভীর বোর্ডকে যে পাঁচটি শর্ত দিয়েছিলেন, তা হল- দলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ, সাপোর্ট স্টাফ বাছাইয়ের স্বাধীনতা, চ্যাম্পিয়ন্স ট্রফিই দলের সিনিয়র প্লেয়ারদের শেষ সুযোগ, টেস্টের জন্য আলাদা টিম এবং ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের রোডম্যাপ তৈরি।
এই শর্তগুলির মধ্যে সাপোর্ট স্টাফের বিষয়টি মেনে নেওয়া হয়েছে বলেই খবর। ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীর চাইছেন কিংবদন্তি জন্টি রোডসকে। লখনউ সুপার জায়ান্টসে একসঙ্গে কাজ করেছেন গম্ভীর ও রোডস।