রিঙ্কুর সঙ্গে বিচ ভলিবলে মাতলেন বিরাট, কে জিতলেন?


Watch Video: রিঙ্কুর সঙ্গে বিচ ভলিবলে মাতলেন বিরাট, কে জিতলেন?Image Credit source: BCCI

কলকাতা: বার্বাডোজের সমুদ্রসৈকতের সামনে খালি গায়ে আগুন ঝরালেন বিরাট কোহলি, রিঙ্কু সিংরা। ফ্লোরিডায় বৃষ্টির কারণে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভেস্তে যায়। তারপর সেখান থেকে ভারতীয় ক্রিকেট টিমের সকলে বার্বাডোজে চলে গিয়েছেন। ২০ জুন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে ভারতের ম্যাচ। প্রতিপক্ষ রশিদ খানের আফগানিস্তান। হাতে কয়েকটা দিন সময় পাওয়ায় বেশ খোশমেজাজে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার খালি গায়ে বিচ ভলিবলে (Beach volleyball) মেতেছিলেন।

বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইটে ভারতীয় ক্রিকেটারদের বিচ ভলিবল খেলার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট, রিঙ্কুদের সারা গায়ে বালি। পরনে শর্টস এবং তাঁরা শার্টলেস। বিরাট ও রিঙ্কুকে নেটের এক সাইডেই দেখা যায়। হার্দিক, যশস্বী, অর্শদীপ সিংরাও খালি গায়ে বিচ ভলিবল উপভোগ করছিলেন। তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল শিবম দুবে, যুজবেন্দ্র চাহালদেরও।

দুই দলে ভারতের ক্রিকেটাররা ভাগ হয়ে বার্বাডোজ সমুদ্রসৈকতে বিচ ভলিবল খেলছিলেন। সেই ভিডিয়োটির শেষের দিকে দেখা যায়, বিরাট কোহলি দু’হাত তুলে হাসিমুখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যা দেখে আন্দাজ করা যায় বিরাট ও রিঙ্কুর টিমই হয়তো জিতেছে ওই বিচ ভলিবল খেলায়।

এ বারের টি-২০ বিশ্বকাপে ওপেন করে সাফল্য পাননি বিরাট কোহলি। গ্রুপ পর্বে যে বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি, সেই তাঁরই ব্যাটে কি সুপার এইটে রানের সুনামি দেখা যেতে পারে? তেমনই চাইছেন কোহলি ভক্তরা।



Leave a Reply