সব বল রোনাল্ডোকে। শুরু থেকে এই ছিল পর্তুগালের পরিকল্পনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকাতে চেক প্রজাতন্ত্র যে মরিয়া চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভারা মরিয়া চেষ্টা করলেন রোনাল্ডোকে বল বাড়াতে। সেই লক্ষ্যে সফল। যদিও সাফল্য মিলছিল না। বেশ কিছু সুযোগ মিস। টেকনোলজিতেও বঞ্চিত হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের বেশ কয়েক ঘণ্টা আগে ফিফা বিশ্বকাপের ইনস্টা হ্যান্ডেল থেকে রোনাল্ডোর ছবি দিয়ে পোস্ট করা হয়, ‘থালা ফর আ রিজন।’ এই বার্তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। মহেন্দ্র সিং ধোনি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু-জনেরই জার্সি নম্বর সেভেন। নিজেরা যেমন পারফর্ম করেন, তরুণদেরও এগিয়ে দেন। যদিও প্রতিপক্ষকে চেক মেট করতে ম্যাচের অ্যাডেড টাইম অবধি অপেক্ষা করতে হল পর্তুগালকে।
কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর সঙ্গে সম্পর্কে প্রবল ভাঙন ধরেছিল পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্দো স্যান্টোসের। বেলজিয়ামের প্রাক্তন কোচ রবার্তো মার্টিনেজকে নিয়োগ করে পর্তুগাল। দায়িত্ব নিয়েই সবার আগে রোনাল্ডোকে জাতীয় দলে ফেরানোর লক্ষ্যে সফল হন। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফর্ম করেছেন রোনাল্ডো। সাফল্য পেয়েছে দলও। পর্তুগালের কোচ হিসেবে রবার্তো মার্টিনেজের প্রথম বড় টুর্নামেন্ট ইউরো কাপ। শুরুতে প্রবল চাপ, শেষ মুহূর্তে তিন পয়েন্টের স্বস্তি। চেকিয়া বা চেক প্রজাতন্ত্রের প্রথম একাদশের গড় বয়স ২৫। তাদের বিরুদ্ধে খাবি খেল পর্তুগাল। দ্বিতীয়ার্ধে গোল খেতেই প্রত্যাবর্তন পর্তুগালের।
ম্যাচের ৩২ মিনিটে রোনাল্ডোর দুর্দান্ত রান, সঠিক সময়ে বক্সে বলও পান। শট নিলেও গোলকিপার সামনে থাকায় অ্যাঙ্গেল কভার করতে পারেননি। দুর্দান্ত সেভ চেক গোলরক্ষকের। ৫৮ মিনিটে ২৪ মিটার দূর থেকে ফ্রি-কিকের সুযোগ রোনাল্ডের। গোলেই শট রেখেছিলেন। চেক গোলকিপার কোনওরকমে বল ধরেন। বৃষ্টির কারণে বল হাত ফসকালেও কোনও বিপদ হয়নি চেকিয়ার। কিন্তু খেলা ঘোরে চার মিনিটের মধ্যেই। ৬২ মিনিটে লুকাসের দূরপাল্লার শটে অবিশ্বাস্য গোল! পর্তুগাল গ্যালারি স্তব্ধ। কেউ কিছু বুঝে ওঠার আগেই চকিতে শট নেন লুকাস প্রোবোড। এক বছর পর দেশের হয়ে গোল করলেন লুকাস।
গোল খাওয়ার পরই দুরন্ত প্রত্যাবর্তন। নুনো মেন্ডেজের হেড, গোলকিপার বল ধরার আগেই চেক ডিফেন্ডার রানাকের পায়ে লেগে জালে বল। এ বারের ইউরোতে এই নিয়ে তৃতীয় আত্মঘাতী গোল। ৬৯ মিনিটের এই গোলেই সমতা ফেরায় পর্তুগাল। এরপরই লিড নেওয়ার সুযোগ বাতিল হয়ে যায় পর্তুগিজদের। রোনাল্ডোর হেড বাউন্স খেয়ে ক্রসবারে লাগে। ফিরতি বলে গোল দিয়েগো জোতার। রেফারি চেক করেন, রোনাল্ডো অফসাইড থাকায় গোল বাতিল হয়। গোল লাইন টেকনোলজিতে ধরা পড়ে, রোনাল্ডোর কাঁধ ডিফেন্ডারের লাইনের বাইরে ছিল। টেকনোলজিতে বঞ্চিত রোনাল্ডো, যার জেরে বাতিল জোতার গোল।
অবশেষে পর্তুগিজ শিবিরে খুশির হাওয়া আনেন রোনাল্ডোর হাঁটুর বয়সি প্লেয়ার। অ্যাডেড টাইমে পর্তুগালের জয়সূচক গোল করেন সুপার সাব ফ্রান্সিসকো কনসেসাও। বয়স ২০, জার্সি নম্বর ২৬! বাঁ দিক থেকে শট নিয়েছিলেন নেটো। চেক ডিফেন্ডার রানাক তা আটকানোর চেষ্টা করলেও পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। সামনেই ছিলেন পর্তুগালের তরুণ ফুটবলার। কয়েক সেকেন্ড আগেই মাঠে নামা ২০ বছরের কনসেসাও সুযোগ মিস করেননি। খালি হাতে মাঠ ছাড়ার পরিস্থিতি থেকে পুরো তিন পয়েন্ট নিয়েই যাত্রা শুরু রোনাল্ডোদের।