সুপার এইট পর্ব শুরু হয়ে গিয়েছে। ভারতের অভিযান শুরু হচ্ছে কাল। প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে ভারত। এর সবচেয়ে বড় কৃতিত্ব প্রাপ্য ভারতের বোলিং আক্রমণের। প্রথম দু-ম্যাচে সেরার পুরস্কার জিতেছিলেন জসপ্রীত বুমরা। চোটের জন্য গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি বুমরা। তাঁকে নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিলেন, বুমরার কেরিয়ার শেষ। চোট সারিয়ে ফিরে ক্রমশ ফর্মে ফিরতে শুরু করেন। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। একের পর এক মুগ্ধকর পারফরম্যান্স। বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রেখেছেন।
শুধু ভারতীয় ক্রিকেটই নয়, সারা বিশ্বের নিরিখে বলা যায়, তিন ফরম্যাটে সেরা পেসার এখন জসপ্রীত বুমরাই। তাঁর পারফরম্যান্স এবং পরিসংখ্যান সেই কথাই বলে। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ জিততে হলে বুমরার এই ছন্দে থাকা ভীষণ জরুরি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ইয়ান বিশপের মতে, বুমরা প্রতি প্রজন্মে আসা একজন বোলার।
ব্যাটিংয়ের ক্ষেত্রে যেমন বলা যায়, ভিভ রিচার্ডস, সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর এবং বর্তমান প্রজন্মে বিরাট কোহলি। তেমনই বোলিংয়ের ক্ষেত্রে বুমরাকে সেই আসনে রাখছেন ইয়ান বিশপ। পিটিআইতে বলেন, ‘জসপ্রীত বুমরা জেনারেশনে একবার আসা বোলার। কিছুক্ষেত্রে ও যেন প্রতিপক্ষকে বুঝিয়ে দেয়, ওকে টার্গেট না করাই ভালো।’ মাঠে বুমরার উপস্থিতি যে বিশাল পার্থক্য গড়ে দেয়, এ নিয়ে কোনও সন্দেহ নেই। প্রতিপক্ষ যেন কোনওরকমে তাঁর ওভারগুলো কাটিয়ে দিতে পারলেই বাঁচে।