বিদেশের মাটিতে কী করছেন সৌরভ! ছবি ফাঁস করলেন খোদ স্ত্রী ডোনা


Sourav Ganguly: বিদেশের মাটিতে কী করছেন সৌরভ! ছবি ফাঁস করলেন খোদ স্ত্রী ডোনা

কলকাতা: বয়স তাঁর ৫১। তা অবশ্য বলে না দিলে অনেকেই ধরতে পারবেন না। কথা হচ্ছে ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে। ক্রিকেট থেকে বহুদিন তিনি অবসর নিয়েছেন। তারপর সামলেছেন প্রশাসনিক কাজ। কিন্তু সৌরভের ব্যস্ততা বিন্দুমাত্র কমেনি। তারই মাঝে সুযোগ পেলে লন্ডন পৌঁছে যান সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা। কলকাতা টু লন্ডন— যাওয়া আশা লেগেই রয়েছে সৌরভ-ডোনার। কারণ তাঁদের একমাত্র কন্যার পড়াশুনা সেখানেই। সানা পড়াশুনা শেষ করে ভালো চাকরিও পেয়েছেন। এ বার বিদেশের মাটিতে মিয়াঁ-বিবি মিলে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সৌরভ যা করলেন, সেই ছবি ফাঁস করেছেন তাঁর স্ত্রী ডোনা (Dona Ganguly)।

আসলে ডোনা গঙ্গোপাধ্যায়ের ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই দেখা যাবে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর একখানা ছবি। যেখানে দেখা গিয়েছে, হাসি মুখে বোট বসে পোজ দিয়েছেন সৌরভ ও ডোনা। ছবির ক্যাপশনে ডোনা লেখেন, ‘ডাউন দ্য রিভার!!! কেমব্রিজ!!’ ওই ছবিতে প্রচুর লাইক, কমেন্ট করেছেন ছেন সৌরভ এবং ডোনার অনুরাগীরা।

এর আগে মার্কিন মুলুকে ভারত-পাকিস্তান ম্যাচও দেখতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউ ইয়র্ক থেকে সৌরভ নিজের ইন্সটাগ্রামে ছবি, ভিডিয়োও শেয়ার করেছেন। তার একটিতে সানাকেও দেখা গিয়েছে। নিজের ব্যস্ত শিডিউলের মাঝে সৌরভ খুশির রশদ, ভালো থাকার রশদ খুঁজে বের করে নেন।

টি-২০ বিশ্বকাপের আগে সৌরভকে দেখা যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গে। কারণ তিনি ঋষভ পন্থের আইপিএল দলের মেন্টর। তিনি আইপিএল চলাকালীন বার বার বলেছিলেন, ভারতের বিশ্বকাপ টিমে ঋষভে সুযোগ পাওয়ার যোগ্য। ঋষভ ভারতীয় টিমে সুযোগও পেয়েছেন, পারফর্মও করছেন।



Leave a Reply