মনোজ তিওয়ারির দুর্দান্ত ইনিংসেও টানা পাঁচ হার! সেমিফাইনালের সম্ভাবনা…


বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে ফের হার মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডসের। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হার। যার ফলে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মনোজ তিওয়ারির টিম। দু-দলের মধ্যে পার্থক্য গড়ে দেন বাংলার স্পিন বোলিং অলরাউন্ডার করণ লালের পারফরম্যান্সের। সাত উইকেটের ব্যবধানে হারবার ডায়মন্ডসকে হারাল কলকাতা টাইগার্স।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৭ রান করে হারবার ডায়মন্ডস। সর্বাধিক স্কোর ক্যাপ্টেন মনোজ তিওয়ারিরই। ৩৯ বলে ৪৫ রান করেন তিনি। উল্টোদিক থেকে আরও একটু সহযোগিতা পেলে হয়তো স্কোরটা বাড়তে পারত। কলকাতা টাইগার্সের হয়ে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন অফস্পিনার করণ লাল। এ ছাড়াও দুর্দান্ত বোলিং করেন পেসার অনন্ত সাহা। ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। সায়ন ঘোষ ২ উইকেট নিলেও ৪২ রান দিয়েছেন।

রান তাড়ায় অনবদ্য শুরু কলকাতা টাইগার্সের। করণ লাল এবং ক্যাপ্টেন অভিষেক পোড়েল ভালো পারফর্ম করেন। অভিষেক পোড়েল ২৩ বলে ৩০ রান করেন। অন্য দিকে করণ লাল ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। মাত্র ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। এখান থেকে সেমিফাইনালে যাওয়া কার্যত অসম্ভব মনোজ তিওয়ারিদের।

Leave a Reply