ওয়ার্নারের হাফসেঞ্চুরি, কামিন্সের হ্যাটট্রিক; বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় অস্ট্রেলিয়ার


ওয়ার্নারের হাফসেঞ্চুরি, কামিন্সের হ্যাটট্রিক; বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় অস্ট্রেলিয়ার

কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) গ্রুপ পর্বের পর সুপার এইটেও জয় দিয়ে শুরু করল অস্ট্রেলিয়া। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অজি ক্যাপ্টেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হলেও, তা বেশ জমেছে। নেপথ্যে প্যাট কামিন্সের (Pat Cummins) হ্যাটট্রিক, ডেভিড ওয়ার্নারের (David Warner) হাফসেঞ্চুরি। সেই সুবাদেই নাজমুল হোসেন শান্তর দলকে উড়িয়ে সুপার এইট সফর শুরু করল অস্ট্রেলিয়া।

টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তোলে বাংলাদেশ। সর্বাধিক রান করেন ক্যাপ্টেন শান্ত (৪১)। তারপর বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক রান তৌহিদ হৃদয়ের (৪০)। শুরুটা বেশ নড়বড়ে করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার তানজিদকে ফেরান স্টার্ক। শূন্যে ফেরেন তিনি। এরপর অবশ্য লিটন দাস ও শান্ত মিলে দলকে এগিয়ে নিয়ে যান। ইংনিসের মাঝপথে পৌঁছতে পৌঁছতে তিন উইকেট খুইয়ে ফেলে টাইগার্সরা। লিটনকে (১৬) ফেরান জাম্পা। এরপর রিশাদের (২) উইকেট তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৩তম ওভারে শান্তকে ফিরিয়ে বাাংলাদেশকে বড় ধাক্কা দেন জাম্পা। ব্যাট হাতে আজ ব্যর্থ সাকিব। তিনি মাত্র ৮ রানে মাঠ ছাড়েন। স্টইনিস কট অ্যান্ড বোল্ড করেন সাকিবকে।

Leave a Reply