৬ মাস পর… ক্রাচ ছেড়ে বল হাতে মহম্মদ সামি, কবে ফিরছেন ভারতীয় টিমে?


Mohammed Shami: ৬ মাস পর… ক্রাচ ছেড়ে বল হাতে মহম্মদ সামি, কবে ফিরছেন ভারতীয় টিমে?Image Credit source: X

কলকাতা: ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami) ফের আলোচনায়। একদিকে ভারতীয় টিমের ক্রিকেটাররা এখন টি-২০ বিশ্বকাপে ব্যস্ত। আর তারই মাঝে বল হাতে মাঠে নেমে পড়লেন সামি। দীর্ঘ ৬ মাস পর ফের বল হাতে ভারতীয় তারকা। বর্তমানে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। সেখানে তিনি ডক্টর নীতীন প্যাটেল, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্তের পর্যবেক্ষণে রয়েছেন। ধীরে ধীরে সামির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সামির ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি দিয়েছেন তাঁর হেলথ আপডেট। ভারতীয় টিমে (Team India) কবে ফিরছেন সামি?

নিউজ ১৮-কে সামির ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি বলেছেন, ‘সামি বোলিং করা শুরু করেছেন। তবে পুরো রান আপ করছে না। নেটে ও কোনও অস্বস্তি ছাড়াই বল রিলিজ় করছে। এটাই ভালো লক্ষণ। ও খুব তাড়াতাড়ি ভারতীয় টিমে ফিরবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ও ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছে। ওর শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওর ভিডিয়ো, ছবিও সবাই দেখতে পাচ্ছে।’ ভারতীয় পেসারের ছেলেবেলার কোচের দেওয়া এই খবর স্বস্তি দেবে সামির অনুরাগীদের।

গত বছরের ওডিআই বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে সামি। এ বছরের আইপিএলে তিনি খেলতে পারেননি। চলতি টি-২০ বিশ্বকাপেও তাঁর ওয়াপসি হয়নি। এ বছরের ফেব্রুয়ারিতে সামির ডান টেন্ডনে অস্ত্রোপচার হয়েছিল। তারপর থেকে তিনি এনসিতে রিহ্যাব পর্ব কাটাচ্ছেন। অস্ত্রোপচারের পর তাঁকে ক্রাচ হাতে দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছিলেন।

ভারতীয় টিমের জার্সিতে আবার কবে দেখা যাবে সামিকে? টি-২০ বিশ্বকাপের পর রয়েছে ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ। তারপর সেপ্টেম্বরে রয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ওই টেস্ট সিরিজেই হয়তো আবার ভারতীয় টিমে ফিরতে চলেছেন সামি। চলতি বছরের মার্চে তেমনই ইঙ্গিতও দিয়েছিলেন বোর্ডের সেক্রেটারি জয় শাহ।



Leave a Reply