T20 World Cup 2024: পন্থকে ডাকলেন ‘পকেট রকেট’, ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের পুরস্কার কাকে দিলেন স্যার ভিভিয়ান রিচার্ডস?Image Credit source: BCCI
কলকাতা: অ্যান্টিগায় বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ম্যাচে উড়িয়ে দিয়েছে ভারত। আগামিকাল সুপার এইটে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ওই ম্যাচের আগে ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস (Sir Viv Richards)। তিনি আসলে টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে গিয়েছিলেন সেরা ফিল্ডারের পুরস্কার দিতে। ভারত-বাংলাদেশ ম্যাচে সেরা ফিল্ডার মেডেল পাওয়ার দৌড়ে ছিলেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, অক্ষর প্যাটেল। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের পুরস্কার কাকে দিলেন স্যার ভিভিয়ান রিচার্ডস?
বিসিসিআই প্রথা মেনে এ বারের টি-২০ বিশ্বকাপের প্রতি ম্যাচের শেষে সেরা ফিল্ডার মেডেল দিচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। এবং সেই সেরা ফিল্ডার মেডেল বিতরণের ভিডিয়ো শেয়ার করা হয়েছে বোর্ডের সোশ্যাল মিডিয়া সাইট X এ। সেরা ফিল্ডারের পুরস্কার দিতে ভিভিয়ান রিচার্ডস ভারতের ড্রেসিংরুমে আসছেন শোনার পর প্রত্যেকেই উঠে দাঁড়ান। এবং হাততালিতে ভরে যায়। স্যার ভিভ রিচার্ডস ড্রেসিংরুমে ঢুকে প্রথমেই বিরাট কোহলির সঙ্গে হাত মেলান। এরপর ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানান, ভারত-বাংলাদেশ ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। এরপর ভিভ স্কাইয়ের গলায় ওই মেডেল পরিয়ে দেন।
📽️ 𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗜𝗻𝗱𝗶𝗮 𝘃𝘀 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵
At the Sir Vivian Richards Stadium, it is the legend himself who presented the fielder of the match medal! 🏅
WATCH 🎥🔽 – By @RajalArora | #T20WorldCup | #TeamIndia | #INDvBAN | @ivivianrichards
— BCCI (@BCCI) June 23, 2024
ভারতীয় টিমের প্রত্যেকের প্রশংসা করেন ভিভ। উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের প্রশংসা করেন তিনি। তাঁকে পকেট রকেট বলে ডাকেনও। পাশাপাশি ভারতীয় টিমের ক্রিকেটারদের জন্য বলেন, ‘তোমরা যে ভাবে ক্রিকেট খেলছো, আমরা সকলেই সেটা উপভোগ করছি। তোমরা শক্তিশালী। যদি মেরুন শিবির এগোতে না পারে, আমি তোমাদেরই সমর্থন করব।’ বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে সূর্যকুমার যাদব জানান, অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডের থেকে সেরা ফিল্ডারের মেডেল পেয়ে তাঁর দারুণ লাগছে।