বিশ্বকাপে শিকে ছেঁড়েনি, সেই ক্রিকেটারই জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন!


IND vs ZIM: বিশ্বকাপে শিকে ছেঁড়েনি, সেই ক্রিকেটারই জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন!Image Credit source: BCCI

কলকাতা: টি-২০ বিশ্বকাপ শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছে। টুর্নামেন্টের আর মাত্র ৫টি ম্যাচ বাকি। কুড়ি-বিশের বিশ্বকাপের পর ভারতীয় টিম জিম্বাবোয়ে যাবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। ৬ জুলাই থেকে ভারত-জিম্বাবোয়ে (India vs Zimbabwe) টি-২০ সিরিজ চলবে ১৪ জুলাই অবধি। যে কারণে একদিকে যখন ভারতীয় টিম বিশ্বকাপে (T20 World Cup) সেমিফাইনালের টিকিটের জন্য লড়াই করছে, অপরদিকে বিসিসিআই ভাবছে ভারতের জিম্বাবোয়ে সফরের কথা। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের মতো সিনিয়র ক্রিকেটারদের এই সফরে দেখা যাবে না বলেই জানা গিয়েছে। ফলে একঝাঁক ভারতীয় তরুণ ক্রিকেটার যে জিম্বাবোয়ের বিমান ধরবেন, তেমনটাই মনে করছে ক্রিকেট মহল। এই পরিস্থিতিতে শোনা গিয়েছে, টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া এক ভারতীয় ক্রিকেটার এ বার জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে পারেন। কে তিনি?

২৪ বছর বয়সী শুভমন গিল রয়েছেন জিম্বাবোয়ে সফরে ভারতের ক্যাপ্টেনের দায়িত্বে এগিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, সিনিয়র সিলেকশন কমিটি ইতিমধ্যেই ২০ সদস্যের এক স্কোয়াড বেছে রেখেছে। কিন্তু এখনও সরকারি ঘোষণা হয়নি। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব টি-২০ বিশ্বকাপে ব্যস্ত। জিম্বাবোয়ে সফরে যাবেন কিনা, তা জানতে চেয়ে সিনিয়র সিলেকশন কমিটি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁরা জানিয়েছেন, যেতে চান না। ভারতের মূল টিম বিশ্বকাপে যেহেতু ব্যস্ত তাই তরুণ ক্রিকেটারদেরই জিম্বাবোয়ে সিরিজে পাঠানোর কথা ভাবছে বোর্ড।

রোহিত, বিরাট, হার্দিক, বুমরাদের জিম্বাবোয়ে সিরিজের সময় বিশ্রাম দেওয়া হবে। টি-২০ বিশ্বকাপের পরই যেহেতু ওই সিরিজ, তাই ওয়ার্কলোড ম্যানেজের জন্য বিসিসিআই তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে। শুভমন গিল টি-২০ বিশ্বকাপে ভারতীয় টিমের সঙ্গে সফর করেছিলেন রিজার্ভ প্লেয়ার হিসেবে। যিনি বিশ্বকাপের ইউএসএ পর্ব শেষ হওয়ার পর বোর্ডের নির্দেশে আবেশ খানের সঙ্গে দেশে ফিরেছিলেন। এ বার শোনা যাচ্ছে শুভমনকেই ক্যাপ্টেন বাছতে চলেছে বোর্ড। এই সফরে রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনদের যাওয়ার কথা। তাঁরা অবশ্য এখন ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। তাঁদের পাশাপাশি অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তুষার দেশপান্ডে, হর্ষিত রানারা এ বার জিম্বাবোয়ে সফরে ডাক পেতে পারেন বলেই শোনা গিয়েছে।

Leave a Reply