টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। এ বারের অন্যতম আয়োজকও। কিন্তু অল্পের জন্য সুপার এইটেই বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এ বারে ওয়েস্ট ইন্ডিজ টিমকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। বিশেষ করে বলতে হয় নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলের কথা। বিশ্বকাপেও ধারাবাহিক ভালো খেলছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজর কাড়তে পারেননি। রাসেল অবশ্য মরিয়া চেষ্টা করেন। দলের বিদায়ের মাঝেও বিশ্বকাপে অনন্য রেকর্ড আন্দ্রে রাসেলের।
বোর্ডে কম রানের পুঁজি ছিল ওয়েস্ট ইন্ডিজের। এর জন্য প্রয়োজন ছিল বোলিংয়ে শুরুটা দুর্দান্ত হওয়া। সেটিই করেছিলেন আন্দ্রে রাসেল। ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে রাখেন রাসেল। যদিও শেষ রক্ষা হয়নি। সাত উইকেট হারালেও রাবাডা ও মার্কো জানসেনের সৌজন্যে বৃষ্টি ম্যাচে ৩ উইকেটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই ২ উইকেটের সৌজন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় ২৯। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটের রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ডোয়েন ব্র্যাভোর দখলে ছিল এই রেকর্ড। তিনি বিশ্বকাপে ২৭ উইকেট নিয়েছেন।