ফের মোহনবাগান-আইএফএ সংঘাত চরমে


কলকাতা: কলকাতা লিগ শুরু হতেই ফের মোহনবাগান বনাম আইএফএ সংঘাত। মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষের পরেই আইএফএ সচিবকে তুলোধোনা করলেন বাগান সচিব। একের পর এক অভিযোগে নাস্তানবুদ করে ছাড়লেন দেবাশিস দত্ত। মোহনবাগানের গুরুতর অভিযোগ, আইএফএ-র ‘ইচ্ছেকৃত ভুল’-র খেসারত দিতে হল সবুজ-মেরুনকে। বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘ভুবনেশ্বরে অনূর্ধ্ব- ১৫ জাতীয় দলের শিবিরের জন্য মোহনবাগানের তিন ফুটবলারকে ডেকে পাঠায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ৪ জুন আইএফএ-কে সেই চিঠি দেয় এআইএফএফ। অথচ আমাদের সেই চিঠির ব্যাপারে কিছুই জানায়নি রাজ্যের ফুটবল সংস্থা। এতে বাংলার ফুটবল ক্ষতি হয়েছে।’

এর প্রত্যুত্তরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘৬ তারিখ এখানে ভারত-কুয়েত ম্যাচ থাকায় ৭ তারিখ পর্যন্ত আইএফএর কর্মীরা ভীষণ ব্যস্ত ছিল। তারপর চিঠি নজরে আসতেই আমরা মোহনবাগানকে জানিয়ে দিই। ৯ কিংবা ১০ তারিখে আমরা মোহনবাগানসহ রাজ্যের আরও দুই অ্যাকাডেমিকে জানাই। বাকি অ্যাকাডেমির ফুটবলাররা পৌঁছে যেতে পারলে, মোহনবাগান কেন পারল না? আমি যতদূর জানি, ১২ তারিখ শিবিরে যোগ দেওয়ার শেষ দিন ছিল। ওড়িশা বাংলার পাশ্ববর্তী রাজ্য। কথাতেই আছে, উঠল বাই তো কটক যাই। আর ফেডারেশনেরও ভাবা উচিত ছিল, একটা রাজ্য সংস্থা জাতীয় দলের ম্যাচ আয়োজনে ব্যস্ত থাকার সময় কি ভাবে তাদের এই চিঠি সেইসময় দেওয়া যায়।’

এখানেই শেষ নয়। নিট পরীক্ষার আদলে বাংলার ফুটবলেও দুর্নীতির সরাসরি অভিযোগ দেবাশিস দত্তর। বাগান সচিবের কথায়, ‘এখন টাকার বিনিময়ে সহজেই কলকাতা লিগে খেলা যায়। ১ কোটি টাকা দিয়ে প্রথম ডিভিশনে ঢুকে পড়ছে যে কোনও ক্লাব। অর্থাৎ তাদের গ্রহণযোগ্য হচ্ছে পয়সা। দিনের পর দিন নীচের ডিভিশনে খেলে যারা উপরের ডিভিশনে উঠে এসেছে তাদের কোনও গুরুত্বই নেই। অথচ দেখা যাবে সেই সমস্ত ক্লাবগুলো ১ কোটি টাকার বেশি খরচ করেছে।’

উল্লেখ্য দুই বছর আগে সরাসরি প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসি। মদন মিত্রের ক্লাব বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবও একই ভাবে প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পায়। তখন অবশ্য এক কোটি টাকা করে দিতে হয়নি সেই ক্লাবগুলোকে। সেই সময় ১৫ লক্ষ টাকার বিনিময়ে সরাসরি প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র মেলে। এ বছর থেকেই ১ কোটি টাকার বিনিময়ে প্রথম ডিভিশনে সরাসরি এন্ট্রি নেওয়ার নিয়ম কার্যকর হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপের ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবছর সরাসরি প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে। আইএফএ-কে নিশানা করতে গিয়ে এই ক্লাবের কর্তাদেরও ঘুরিয়ে নিশানা করে বসলেন বাগান সচিব।

এদিকে মাঠের সংস্কারের জন্য অগাস্টের আগে মোহনবাগান মাঠে কলকাতা লিগের কোনও ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। ২৯ জুলাই মোহনবাগান দিবসে প্রাক্তনীদের ফুটবল ম্যাচের মাধ্যমে মোহনবাগানের মাঠে বল গড়ানো শুরু হবে।

Leave a Reply