টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও অবধি অপরাজিত ভারত। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটি হয়েছিল। তিনটিতেই জয়। গ্রুপের শেষ ম্যাচটি ভেস্তে গিয়েছিল। সুপার এইট পর্বেও জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিলে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন ঋষভ পন্থ। ব্যাটিং অর্ডারে তাঁকে প্রোমোশন দেওয়া হয়েছে। নতুন পজিশনে সাফল্য পেয়ে আসছেন। দলের জয়ে অবদানও রাখছেন। সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। তবে এই ম্যাচেই ঋষভ পন্থের উপর চটলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কী এমন হল?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রায় ২২৫ স্ট্রাইকরেটে ৯২ রান। অল্পের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি মিস। তাঁর তৈরি ভিতেই বড় স্কোর গড়তে সাহায্য করেছে মিডল অর্ডার। অস্ট্রেলিয়াকে ২০৬ রানের টার্গেট দিয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই ভারতের সর্বাধিক স্কোর। ট্রাভিস হেড ও মিচেল মার্শের পাল্টা লড়াইয়ে ভারত অবশ্য একটা সময় অবধি প্রবল চাপে ছিল। শেষ অবধি ২৪ রানের জয়।
অজি ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন জসপ্রীত বুমরা। হঠাৎ আসা শর্টপিচ ডেলিভারিতে পুল শট মিস করেন মিচেল মার্শ। অজি ক্যাপ্টেন তখনও খাতা খোলেননি। মিস টাইমিংয়ের জন্য উইকেটের পিছনে শর্ট থার্ডম্যানের দিকে ক্য়াচ ওঠে। বল দীর্ঘ সময় হাওয়ায় ছিল। ঋষভ পন্থ বিশ্বকাপে যেমন কিপিং করেছেন, তাতে তাঁর কাছে রেগুলেশন ক্যাচ। ঋষভ দৌড়লেও বল অবধি সময় মতো পৌঁছতে পারেননি। আর একটু গতি বাড়ালে হয়তো ক্যাচ নেওয়া সম্ভব হত।
ROHIT Sharma Reaction After Rishabh Pant drop the catch 🥶 pic.twitter.com/kPYGpneP0W
— Daud Khan (@DaudKha70891861) June 25, 2024
রোহিত শর্মার ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠলেও বিশ্বকাপে প্রতি ম্যাচেই চোখ ধাঁধানো ফিল্ডিং করেছেন। এক ম্যাচে পিছন দিকে দৌড়ে অনবদ্য একটা ক্যাচও নিয়েছিলেন রোহিত। তিনি যদি এই তাগিদটা দেখান, দলের একজন তরুণ ক্রিকেটার কেন এমন গাছাড়া মনোভাব নিয়ে এগবেন! রোহিত এতেই যে ক্ষুব্ধ, পরিষ্কার।