Bangladesh vs Afghanistan Updates: বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিং, মাত্র ১১৬ রানের টার্গেট দিল আফগানিস্তান


টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন সেমিফাইনালিস্ট নিশ্চিত। ভারতীয় সময় অনুযায়ী সকালের বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি ত্রিমুখী লড়াই হয়ে দাঁড়ায়। আপাতত অস্ট্রেলিয়ার মুখে হাসি ফোটানোর মতো পারফরম্যান্স বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিংস্টনে বৃষ্টির কারণে বেশির ভাগ সময়ই পিচ ঢাকা রাখতে হয়েছে। বাংলাদেশের বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং আফগানিস্তান ব্যাটারদের কাজ আরও কঠিন করে। লেগস্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেন।

আফগানিস্তান ইনিংসে ৬০টি ডট বল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১১৫ রান করে আফগানিস্তান। সর্বাধিক রান রহমানউল্লাহ গুরবাজের। ৪৩ রান করেন আফগান ওপেনার। আফগানিস্তান ইনিংস শেষেই বৃষ্টি নামে। এখনও অবধি যা পরিস্থিতি, সেমিফাইনালে যাওয়ার তিন দলের দরজাই খোলা। বাংলাদেশ যদি ১১৬ রানের টার্গেট ১৩.৪ ওভারের মধ্যে তাড়া করে জিততে পারে, তা হলে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। বৃষ্টির কারণে টার্গেট পরিবর্তন হতে পারে। যদি টার্গেট পরিবর্তন না হয় এবং বাংলাদেশ কোনও ভাবে জেতে, তা হলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।

কিংস্টনে বৃষ্টি নামায় আরও একটা চিত্রও রয়েছে। ম্যাচ সম্পূর্ণ না করা গেলে ভেস্তে যাবে। সেক্ষেত্রে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে আফগানিস্তান। তবে এখানকার পিচে ১৩.৪ ওভারে টার্গেট পূরণ সহজ হবে না। ব্যাটারদের জন্য খুবই কঠিন পরিস্থিতি। আফগানিস্তানের শক্তিশালী বোলিংয়ের কথা ভুললে চলবে না।

Leave a Reply