অলিম্পিক অভিষেক হচ্ছে পাঁচজনের; হরমনপ্রীত ক্যাপ্টেন, ডেপুটি হার্দিক


প্য়ারিস অলিম্পিকের জন্য় স্কোয়াড ঘোষণা করল ভারতীয় হকি সংস্থা। টিমে রয়েছেন অভিজ্ঞ গোলকিপার পিআর শ্রীজেশ। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বেই স্কোয়াড ঘোষণা হয়েছে। তাঁর ডেপুটি করা হয়েছে হার্দিক সিংকে। গোলকিপার বাছাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞতাতেই জোর দিল ভারতীয় হকি সংস্থা। প্রত্যাশিত ভাবেই মূল স্কোয়াডে ভরসা রাখা হল পিআর শ্রীজেশের উপর। রিজার্ভে রয়েছেন আর এক গোলকিপার কৃষাণ বাহাদুর পাঠক।

প্যারিসের হকি টিমে উল্লেখযোগ্য অনুপস্থিতি যুগরাজ সিংয়ের। তাঁকে রিজার্ভে রাখা হলেও মূল স্কোয়াডে রাখা হয়নি। ভারতের তারকা ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং প্য়ারিসে ভারতীয় হকি দলকে নেতৃত্ব দেবেন। মিডফিল্ডার হার্দিক সিং তাঁর ডেপুটি। কেরিয়ারের তৃতীয় অলিম্পিক খেলতে চলেছেন হরমনপ্রীত। ২০১৬ সালে রিও অলিম্পিকে তরুণ প্লেয়ার হিসেবে স্কোয়াডে ছিলেন। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী টিমেরও মেম্বার।

গোলরক্ষক পিআর শ্রীজেশ ও মিডফিল্ডার মনপ্রীত সিং কেরিয়ারের চতুর্থ অলিম্পিকে নামতে চলেছেন। ভারতীয় স্কোয়াডে থাকা পাঁচ জনের অলিম্পিকে অভিষেক হতে চলেছে। জাতীয় শিবিরের পর স্কোয়াডে সুযোগ মিলেছে। তাঁরা হলেন জার্মানপ্রীত সিং, সঞ্জয়, রাজকুমার পাল, অভিষেক এবং সুখজিৎ সিং।

অলিম্পিকের জন্য ঘোষিত ভারতের হকি স্কোয়াড: গোলকিপার-পিআর শ্রীজেশ

ডিফেন্ডার-জার্মানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং, সুমিত, সঞ্জয়

মিডফিল্ডার- রাজকুমার পাল, শামসের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ

ফরোয়ার্ড- অভিষেক, সুখজিৎ সিং, ললিত উপাধ্যায়, মনদীপ সিং, গুরজন্ত সিং

রিজার্ভ- নিলকান্ত শর্মা, যুগরাজ সিং, কৃষাণ বাহাদুর পাঠক

Leave a Reply