৪১-এও চিলির ‘সেভম্যান’ ব্র্যাভো, রোনাল্ডো-মদ্রিচদের দিচ্ছেন টেক্কাImage Credit source: X
কলকাতা: একেই বলে বুড়ো হাড়ে ভেল্কি। বয়স যে স্রেফ সংখ্যা মাত্র, তা এ বারের ইউরো কাপ (Euro Cup) থেকে শুরু করে কোপা আমেরিকাতে (Copa America 2024) প্রমাণ করছেন একাধিক তারকা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পেপে, লুকা মদ্রিচরা ইউরোর ‘বুড়ো’ তারকা। বয়স বেশি হলেও ক্ষতি নেই। ইউরোতে এই ত্রয়ী নিজেদের ছাপ রাখার চেষ্টা করে চলেছেন। আর এদিকে কোপায় ‘বুড়ো’ হয়েও তরুণের মতো পারফরম্যান্স দেখাচ্ছেন চিলির গোলকিপার ক্লদিও ব্র্যাভো (Claudio Bravo)। বয়স তাঁর ৪১। কিন্তু এই বয়সেও তিনি গ্লাভস হাতে এতটাই উজ্জ্বল, যা নিয়ে আলোচনা চলছে।
কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার চিলির ক্যাপ্টেন, গোলকিপার ক্লদিও ব্র্যাভো। আর্জেন্টিনার বিরুদ্ধে কোপা আমেরিকার ম্যাচে চিলি ১-০ ব্যবধানে হেরেছে। ওই ম্যাচে ব্র্যাভো যদি চিলির ‘সেভম্যান’ না হতেন, তা হলে এই ব্যবধান আরও অনেক বেশি হতে পারত। লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ১, ২, ৩টি নয় মোট ৮টি সেভ করেছেন চিলির গোলকিপার।
এ বারের কোপা আমেরিকাতে চিলির জার্সিতে ২টি ম্যাচে মোট ১২টি সেভ করেছেন ক্লদিও ব্র্যাভো। আর্জেন্টিনার বিরুদ্ধে ক্লদিও ব্র্যাভো আন্তর্জাতিক কেরিয়ারের ১৫০তম ম্যাচ খেলেছেন। লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ ব্র্যাভো। আর্জেন্টিনার জার্সিতে তাঁরা একসঙ্গে খেলেছেন। এখন দু’জন নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
🇨🇱🧤 41-year-old Claudio Bravo is still going strong for Chile in his 150th cap for the country. pic.twitter.com/4siaWrjDZh
— CentreGoals. (@centregoals) June 26, 2024
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে যে ম্যাচ সহজ হবে না চিলির, তা বলছিল ফুটবল মহল। ব্র্যাভো এত সেভ করেও শেষ বেলায় লাওতারো মার্টিনেজের গোল আটকাতে পারেননি। যার ফলে চিলি হারের মুখ দেখল। ম্যাচের শেষে চিলির ক্যাপ্টেন ও গোলকিপার ব্র্যাভো বলেন, ‘এ ভাবে হারের ফলে তিক্ত স্বাদ পেলাম। এটা বলতেই হবে, আমরা একটা অসাধারণ প্রতিপক্ষর বিরুদ্ধে খেললাম।’