Cricket: নিউটাউনের খুদে কাঁপাবে লর্ডস, বিস্ময় বালক সংলাপ বসুকে চেনেন?
কলকাতা: এ যেন ছোটা প্যাকেট, বড়া ধামাকা…! পকেট বোমাও বলা চলে। নিউটাউনের বাসিন্দা এক খুদে এমনই হইচই ফেলে দিয়েছেন। সপ্তর্ষি বসু এবং লোপামুদ্রা দাস বসুর ছেলে সংলাপ। কেন কথা হচ্ছে সংলাপকে নিয়ে? ভারতীয় ক্রিকেটের ২২ গজে নতুন সংলাপ লিখছে এই ছেলে। প্রতিভার ছাপ রাখতে শুরু করেছে। আসলে অনূর্ধ্ব-১৩ সিএবিতে খেলা সংলাপ বসু ইংল্যান্ডে খেলার জন্য নির্বাচিত হয়েছে। সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার হিসেবে মুম্বই ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ইংল্যান্ড সফরের জন্য একজন অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছে। ২১শে জুন মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে ছোট্ট সংলাপ।
কলকাতার ছেলে সংলাপের ট্রায়াল নেওয়ার জন্য বিখ্যাত কোচ জ্বালা সিং তাকে ডেকেছিলেন। যিনি ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং পৃথ্বী শ-কেও কোচিং করিয়েছেন। জ্বালা সিংকে মুগ্ধ করেছিল ১১ বছরের সাংলাপ। প্রথমে ওই খুদের ব্যাটিং এবং বোলিং ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছিলেন জ্বালা। এরপর মুম্বই ক্রিকেট ক্লাবে তাঁর কোচিং ক্যাম্পে সংলাপকে ট্রায়ালের জন্য ডেকেছিলেন।
৫ ঘণ্টার কড়া ট্রায়াল পেরোতে হয় সংলাপকে। মুম্বইয়ের একাধিক ক্রিকেট ক্লাবের কোচরা এবং জ্বালা সিং নিজে এই ট্রায়াল পরিচালনার দায়িত্বে ছিলেন। তারপরই সংলাপকে ইংল্যান্ড সফরের জন্য বাছা হয়। এই ইংল্যান্ড সফর ২৩ দিনের। ইংল্যান্ডের একাধিক কাউন্টি দল, শীর্ষস্থানীয় ইংল্যান্ডের স্কুল ও কলেজের বিরুদ্ধে খেলার পাশাপাশি ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে অনুশীলন করবে সংলাপ।
ইংল্যান্ড সফরে মুম্বই ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৬ টিম এবং অনূর্ধ্ব-১৯ দল যাচ্ছে। সংলাপ মুম্বই ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৬ ইংল্যান্ড দলের অংশ। মাত্র ১১ বছর বয়সে সংলাপ এই সফরের জন্য নির্বাচিত হয়েছে। এই সফরে যাওয়া সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার সংলাপই।
ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী ছিল সংলাপ। সাড়ে আট বছর বয়সে লেদার বলে ক্রিকেট খেলা শুরু তার। গত বছর সংলাপ ১০ বছর বয়সে অনূর্ধ্ব-১৩ সিএবি অম্বর রায় টুর্নামেন্টে খেলেছিল। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটারও সে-ই ছিল। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলে পড়ে সংলাপ। ওই স্কুলের ক্রিকেট দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটারও সে। গত ২ বছর ধরে নিয়মিত ৮ থেকে ১০ ঘণ্টা করে অনুশীলন করছে। কলকাতায় সংলাপের কোচ দেবানিক মণ্ডল তার প্রতিভা প্রথম আবিষ্কার করেন। এবং তাকে ক্রিকেটের তালিম দেওয়া শুরু করেন।
সংলাপে মুগ্ধ বিখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত দীনেশ লাড। ভারতের অধিনায়ক রোহিত শর্মার কোচ সংলাপের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন। এবং তাঁকে কোচিংয়ের জন্য নির্বাচিত করেন। এই ইংল্যান্ড সফরে সংলাপ অনেক কিছু শিখতে পারনে। তাঁর অভিজ্ঞতা বাড়তে চলেছে। যেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও থাকছেন। তাঁর থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবে সংলাপ।
মুম্বই রঞ্জি দলের প্রাক্তন কোচ বিনায়ক সামন্ত ইংল্যান্ড সফরে যাওয়া ক্রিকেটারদের গাইড করবেন। পাশে থাকবেন জ্বালা সিংও।সংলাপ ইতিমধ্যেই খুব ভালো পারফর্ম করছে। হ্যারো স্কুল এবং ইটন কলেজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে মুম্বই ক্রিকেট ক্লাবকে দুটো ম্যাচ জিততে সাহায্য করেছে বছর ১১-র সংলাপ।