প্রেমে ছ্যাঁকা! মেসি ভক্ত প্রেমিকের যা হাল করলেন তরুণী, ভিডিয়ো না দেখলেই মিস


প্রেমে ছ্যাঁকা! মেসি ভক্ত প্রেমিকের যা হাল করলেন তরুণী, ভিডিয়ো না দেখলেই মিস

কলকাতা: প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ কী-ই না করে! এ বার লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার এক তরুণী প্রেমে প্রতারিত হয়েছেন। তারপর তিনি যা করলেন, সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বুয়েনস আইরেসের মডেল এবং ইনফ্লুয়েন্সার ফ্যাসিনো। সম্প্রতি তিনি জানতে পেরেছেন তাঁর প্রেমিক তাঁকে ধোঁকা দিচ্ছেন। ব্যাস, এরপরই ওই আর্জেন্টাইন সুন্দরী বদলা নেওয়ার আগুনে জ্বলে ওঠেন। আর ধোঁকা দেওয়া ওই প্রেমিককে শায়েস্তা করার জন্য যা পদক্ষেপ নেন ফ্যাসিনো নামের ওই তরুণী, তা অবাক করার মতো।

ইন্সটাগ্রাম ভিডিয়োতে ফ্যাসিনো বলেছেন, ‘আমি জানতে পেরেছি আমার প্রেমিক আমাকে ধোঁকা দিচ্ছে। ওই বোকাটা কোপা আমেরিকার পরের ২টো ম্যাচের টিকিট এখানে ফেলে গিয়েছে। আর আমি সব নষ্ট করে দিচ্ছি এ বার।’ ও ভিডিয়োতে তারপর ওই তরুণী বাকিদের টিকিট নেওয়ার প্রস্তাব দেন। তারপর নিজেই জানান প্রেমিকের সঙ্গে বদলা নিতে তিনি কোপা আমেরিকার পরের দু’টি ম্যাচের টিকিট ছিড়ে দিয়েছেন।

লিওনেল মেসির অটোগ্রাফ দেওয়া এক জার্সি হাতে নিয়ে আরও একটি ভিডিয়ো শেয়ার করেন ওই তরুণী। যেখান তিনি মেসির সই করা জার্সি হাতে নিয়ে বলেন, ‘কে নিতে চান ওই জার্সি?’ তাঁর ভিডিয়োতে এক হাজারের বেশি কমেন্ট পড়েছিল। ইন্সটাগ্রাম মারফত তিনি জানান, সম্প্রতি তিনি তাঁর প্রেমিক ও বেস্ট ফ্রেন্ডসের চ্যাট দেখতে পেয়েছিলেন। যদিও তাঁদের কথোপকথনের কিছুটা ডিলিট করে দেওয়া হয়েছিল। ওই চ্যাট দেখে অনেক কথার মানে উদ্ধার করতে পারেননি ওই তরুণী। আর্জেন্টাইন সুন্দরী প্রেমে ছ্যাঁকা খেয়ে যেন ভয়ঙ্কর সুন্দরী হয়ে উঠেছেন। তারই প্রমাণ তাঁর এই কারনামা।



Leave a Reply