চার ইনিংসে তৃতীয় সেঞ্চুরি! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ নম্বর জার্সির দাপট জারি


আগামী কাল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। সব ফরম্যাট মিলিয়ে অষ্টম বারের চেষ্টায় অবশেষে প্রথম বার ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এ দিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফরম্যাট দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বেঙ্গালুরুতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ক্লিন সুইপ করেছে ভারত। অল্পের জন্য সেঞ্চুরির হ্যাটট্রিক হয়নি ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে সেঞ্চুরির পর শেষ ম্যাচে ৯০-এর ঘরে আউট হয়েছিলেন। জার্সির রং বদলালেও স্মৃতির দাপট বজায়। চেন্নাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেঞ্চুরি স্মৃতি মান্ধানার।

চার ইনিংসে তৃতীয় সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের কিং হতাশ করলেও, ঘরের মাঠে সেই ১৮ নম্বর জার্সির দাপট কিন্তু বজায়। ভারতীয় ক্রিকেটের কুইন গত চার ইনিংসে এই তিন নম্বর সেঞ্চুরি। এটা ডাবল সেঞ্চুরিতেও পরিণত হতে পারে। সেই আশাতেই ভারতীয় শিবির। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। এরপর দুই ওপেনারের দাপট।

কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি আর তরুণ ওপেনার শেফালি ভার্মার ব্যাটে। তার কিছুক্ষণের মধ্যেই ১২২ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানাও। সেঞ্চুরির ইনিংসে ১৯টি বাউন্ডারি মেরেছেন স্মৃতি। এই প্রতিবেদন লেখা অবধি ৫০ ওভারে ২৭১ রানের ওপেনিং জুটি গড়েছেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। স্মৃতি মান্ধানা অপরাজিত ১৪১ রানে।



Leave a Reply