ভিডিয়ো: চোয়াল শক্ত করো, মাথা উঁচু রাখো… মুষড়ে পড়া কোহলিকে সান্ত্বনা দ্রাবিড়ের


Virat Kohli: ভিডিয়ো: চোয়াল শক্ত করো, মাথা উঁচু রাখো… মুষড়ে পড়া কোহলিকে সান্ত্বনা দ্রাবিড়ের
Image Credit source: PTI

কলকাতা: রানমেশিনের ব্যাটে কি জং ধরেছে? এই প্রশ্ন জ্বলন্ত। টি-২০ বিশ্বকাপের আগে মনে করা হচ্ছিল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে আগুন দেখা যাবে। কে জানত, বিরাটের ব্যাটে রানের বন্যা নয়, দেখা যাবে রানের খরা। চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল প্রতিটি ধাপেই বিরাট ব্যর্থ। ক্রিকেট মহলে অনেকেই মনে করছিলেন, বিরাট কোহলির ব্যাট নক আউটে সব কথা বলবে। কিন্তু সেখানেও ব্যর্থ বিরাট। স্বাভাবিক ভাবেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে রান না পাওয়ায় বিরাট মুষড়ে পড়েছিলেন। আর ঠিক সেই সময় সান্ত্বনা দিতে পৌঁছে যান রাহুল দ্রাবিড়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

রাহুল দ্রাবিড় শুধু টিম ইন্ডিয়ার হেড কোচই নন, তিনি বিরাট-রোহিতদের বড় দাদাও। বিরাট কোহলি এ বারের বিশ্বকাপে ছন্দে নেই। তাঁর পরিসংখ্যান বলে দিচ্ছে সবটা। তিনি যে ছন্দে নেই, তা বোঝার জন্য ক্রিকেট বোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না। বিরাট নিজেও প্রবল ভাবে রানে ফিরতে চাইছিলেন। সেখানে সেমিফাইনালেও যখন তিনি রান পাননি, মুষড়ে পড়েছিলেন।

সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনও কিছুই আর আড়ালে থাকে না। ফলে বিরাট যে ইংল্যান্ডের বিরুদ্ধে রান না পাওয়ার পর মনমরা হয়ে পড়েছিলেন, তা ধরা পড়েছিল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মন খারাপ করে বসে থাকা বিরাট কোহলির সামনে এসে রাহুল দ্রাবিড় সান্ত্বনা দিয়েছেন।

কোনও ম্যাচ চলাকালীন ভারত উইকেট পেতেই বিরাট কোহলি যে সেলিব্রেশন করেন, সেই পরিচিত আগ্রাসী কোহলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা যায়নি। কিন্তু ভারত ফাইনালে উঠতেই অনেক কিছু বদলে যায়। বিরাটের মুখে চওড়া হাসিও দেখা যায়। ম্যাচের শেষে বিরাট-দ্রাবিড়ের আরও এক মন ভালো করা ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় তাঁরা একে অপরকে আলিঙ্গন করছেন।



Leave a Reply