ক্যারিবিয়ানেই ‘কাপ-মুক্তি’, বিরাট ট্রফি তুলে দিতেই উচ্ছ্বাসে ভাসলেন রাহুল দ্রাবিড়


বিশ্বজয়ের স্বাদ। অবশেষে মিলল। কোচ হিসেবে। প্লেয়ার হিসেবে বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল ২০০৩ সালে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সে বার ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। সেই টিমের গুরুত্বপূর্ণ সদস্য রাহুল দ্রাবিড়। তবে আসল পরীক্ষা এরপর। গ্রেগ চ্যাপেল অধ্যায়ে ভারতীয় ক্রিকেটে তখন করুণ অবস্থা। যা খুশি করছেন অজি কোচ। এমন পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়ের হাতে নেতৃত্বের দায়িত্ব পড়ে। ২০০৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছিল ভারত। ক্রিকেটের প্রকৃত অর্থেই জেন্টলম্যান রাহুল দ্রাবিড়ের চোখে ছিল জল।

ক্যারিবিয়ান তাঁকে হতাশ করেছিল। ২০০৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে আগের বারের রানার্স টিম প্রথম রাউন্ডেই বিদায়। ক্যাপ্টেন, প্লেয়ার দ্রাবিড়কে কম সমালোচনা শুনতে হয়নি। এরপর ছিল ইংল্যান্ড সফর ও উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভের মধ্যে বীরেন্দ্র সেওয়াগ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তরুণ দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। রাহুল দ্রাবিড়ের ইচ্ছে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। সেই ইচ্ছে অবশ্য় পূরণ হয়নি।

ভারতের যুব দলের দায়িত্ব নেওয়ার পর ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন রাহুল দ্রাবিড়। কোচ হিসেবে সেটিই ছিল আইসিসি ট্রফি। আর যাই হোক, সিনিয়র টিমের হয়ে জয়ের যে আনন্দ সেটা যুব দলকে নিয়ে আসে না। বছর খানেকের হিসেব ধরলে এই নিয়ে তিন নম্বর আইসিসি টুর্নামেন্ট ফাইনাল খেলল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। কিন্তু সেই অস্ট্রেলিয়ার কাছেই ফাইনালে হার। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকেই ফাইনাল।

ওয়ান ডে বিশ্বকাপেই রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়েছিল। বোর্ডের অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মিটিংয়েই ঠিক হয়েছিল, রোহিতই টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করবেন এবং রাহুল দ্রাবিড় কোচ। ভারতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ ছিল বিশ্বকাপে টিকে থাকা অবধি। ভারত একটি করে ম্যাচ জিতছিল, মেয়াদ বাড়ছিল দ্রাবিড়ের। অবশেষে ট্রফি জিতে দায়িত্ব ছাড়তে পারলেন। যে ক্যারিবিয়ান তাঁকে কাঁদিয়েছিল, সেখানেই বিশ্বজয়ের স্বাদ।

অনূর্ধ্ব ১৯ দলের কোচ থাকাকালীন একটা মুহূর্ত মনে পড়ে। ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে কলকাতায় একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল ভারত। তাতে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দলই। ট্রফি জেতার পর রাহুল দ্রাবিড়কে কার্যত দূরবীণ দিয়ে খুঁজতে হচ্ছিল। ট্রফি নিয়ে ফটোসেশনে তরুণ ক্রিকেটাররা। তাঁদের মধ্যে একজন আজ বিশ্বজয়ী দলের কিপার ঋষভ পন্থ। রাহুল দ্রাবিড় দাঁড়িয়েছিলেন এক ধারে। ফটোগ্রাফারদের বারংবার অনুরোধ সত্ত্বেও সামনে আসেননি। পরিষ্কার বলেছিলেন, ট্রফিটা ছেলেরা জিতেছে। প্লেয়ারদেরই যাবতীয় কৃতিত্ব দিয়েছিলেন।

বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ম্যাচের সেরা বিরাট কোহলিই ট্রফি নিয়ে যান রাহুল দ্রাবিড়ের কাছে। গুরুর হাতে তুলে দেন ট্রফি। রাহুল দ্রাবিড় তা হাতে নিয়ে প্লেয়ারদের মতোই সেলিব্রেশন করলেন। নিজেকে যেন ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁর হারানো সময়ে। ক্যারিবিয়ানে শাপমুক্তি? নাহ, ক্যারিবিয়ানে রাহুল দ্রাবিড়ের কাপ প্রাপ্তি বলাই শ্রেয়।



Leave a Reply