বিরাট কোহলি। নাম শুনলেই চোখের সামনে নানা মুহূর্ত ভেসে উঠবে। ঝুরি ঝুরি রান, সেঞ্চুরি, ম্যাচ জেতানো ইনিংস। দুর্দান্ত থ্রোয়ে উইকেট ভেঙে দেওয়া। সতীর্থ বোলারের উইকেটে বাঁধনহারা উচ্ছ্বাসে ভেসে যাওয়া। এমন শত মুহূর্ত! কিন্তু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরাট যেন এক্কেবারে অচেনা। গ্রুপ পর্বে মাত্র পাঁচ রান এসেছে তাঁর ব্যাটে। সব মিলিয়ে ৬ ইনিংসে এখনও অবধি ৬৬। যা বিরাটের কাছে প্রত্যাশিত নয়। রান কীভাবে করতে হবে, বিরাট কোহলিকে এটা আর শেখানোর নেই। তরুণ প্রজন্মের কাছে তিনিই আদর্শ। সেই বিরাট কোহলির এমন মুষড়ে পড়া মুখ, ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বড্ড বেদনাদায়ক।
কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিঙ্কু সিং এটা করে দেখিয়েছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ পাঁচ বলে টানা পাঁচ ছক্কায় কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন। শুধু তাই নয়, এ বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুর ইনিংস! আইপিএল অবশ্য খুব ভালো কাটেনি রিঙ্কুর। দীর্ঘ সময় কেকেআরে কাটিয়ে অবশেষে ট্রফির স্বাদ পেয়েছেন। তাঁর সেই হাসি মুখে কথা, গডস প্ল্যান বেবি, ভাইরাল হয়েছিল। বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলির প্রেরণাও যেন এই লাইন।
বড় রান না পেলেও টিম ম্যানেজমেন্ট কিন্তু বিরাট কোহলির উপর ভরসা হারায়নি। বরং কোচ-ক্যাপ্টেন প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা বিরাটের পাশে আছেন। এত বছর ধরে যিনি ভারতীয় ক্রিকেটকে ভরসা দিয়েছেন, তাঁর উপর ভরসা না করে থাকা যায়? রিঙ্কুর সেই লাইন কেন প্রাসঙ্গিক! ঝড়ের আগে পরিবেশ শান্ত থাকে। বিরাটের ব্যাট এত গুলো ম্যাচে শান্ত। এটা প্রত্য়াশিত নয়। হয়তো এটাই ভগবানের পরিকল্পনা। বা ওস্তাদের মার শেষ রাতে! আজ ফাইনালেই হয়তো বিশ্বকাপের মঞ্চে আরও একটা মনমাতানো ইনিংস দেখা যাবে বিরাটের ব্য়াটে!
𝑰𝒕’𝒔 𝒂𝒍𝒍 𝑮𝒐𝒅’𝒔 𝑷𝒍𝒂𝒏! 🙏
📸: ICC#PlayBold #TeamIndia #T20WorldCup #SAvIND pic.twitter.com/Twhdq4vf1M
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 29, 2024