Virat-Rohit: রো-কো জুটির ‘লাস্ট ডান্স’! বিশ্বকাপের সমীকরণ মেলাতে আজই শেষ সুযোগ…Image Credit source: AFP
কলকাতা: অদ্য শেষ রজনী… রাহুল দ্রাবিড় আজ শেষ বারের মতো রোহিত-বিরাটদের তাতাবেন। তাঁর জন্য তাই অদ্য শেষ রজনী বলাই যায়। আর বিরাট-রোহিতদের জন্য? এটাই কি তাঁদের শেষ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)? ক্রিকেট মহলে কান পাতলে এ কথাই কিন্তু শোনা যাচ্ছে। পরের টি-২০ বিশ্বকাপ ২০২৬ সালে। অর্থাৎ বছর দুয়েক পর। সেই সময় ভারতের জার্সিতে আর জনপ্রিয় রো-কো (রোহিত-কোহলি) জুটিকে টি-২০ ফর্ম্যাটে খেলতে দেখা যাবে কিনা, নিশ্চয়তা নেই। ফলে এমনটা হতেই পারে আজ, শনিবারই শেষ বার দেশের হয়ে টি-২০ বিশ্বকাপে নামতে পারেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। শেষটা ভালো করতে অবশ্যই চাই বিশ্বকাপ ট্রফি।
৭ মাস ১০ দিন পর আরও এক বিশ্বকাপ ফাইনালে ভারত। এই বিশ্বকাপ ভারত জিতুক দ্রাবিড়ের জন্য। এই বিশ্বকাপ ভারত জিতুক রোহিতের জন্য। এই বিশ্বকাপ ভারত জিতুক বিরাটের জন্য। এমন কথাই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমী থেকে শুরু করে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটারদের মুখে। রো-কো জুটি আজ যেন প্রোটিয়াদের বিরুদ্ধে সোনা ফলায়, সেই প্রার্থনা করছেন তাঁদের ভক্তরা।
বিরাট ও রোহিত জুটি বেঁধে ভারতীয় টিমকে অনেক সাফল্য এনে দিয়েছে। এ বার বিশ্বকাপ ফাইনালে তাঁদের আরও এক সোনালি মুহূর্ত তৈরি করার পালা। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোহিত। বিরাট কোহলি তখন ভারতীয় টিমে আসেননি। এরপর ২০১১ সালে ভারত যখন ওডিআই বিশ্বকাপ জিতেছিল, সেই সময় বিরাট ছিলেন চ্যাম্পিয়ন টিমের সদস্য। তখন আবার রোহিত স্কোয়াডে সুযোগ পাননি। ফলে বিরাটের কাছে একদিকে টি-২০ বিশ্বকাপ জেতার প্রথম সুযোগ। অন্যদিকে রোহিতের কাছে গত বছরের ওডিআই বিশ্বকাপে হারের আক্ষেপ মেটানোর সুযোগ। তাই বলা যেতেই পারে রো-কো জুটির কাছে বিশ্বকাপের সমীকরণ মেলাতে আজই শেষ সুযোগ।