কলকাতা: এতদিন ভারতের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এ বার তাঁর সঙ্গী হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বার্বাডোজে রোহিত ব্রিগেড বিশ্বজয় করার পর চুপ থাকতে পারেনি মাহি। তিনি এমনিতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন। কালে ভদ্রে পোস্ট করেন নেটদুনিয়ায়। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় শেষ পোস্ট ২০২৩ সালের ৮ জুলাই। এ বার বিরাট-রোহিতরা টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর ধোনি হঠাৎ সক্রিয় হন নেটদুনিয়ায়। ভারতের বিশ্বজয়ের জন্য নিজের সোশ্যাল মিডিয়া সাইট থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ধোনি।
কোটি কোটি ভারত বাসী যেন হৃদয় হাতে নিয়ে বিশ্বকাপ ফাইনালে চোখ রেখেছিলেন। মহেন্দ্র সিং ধোনিও চাপমুক্ত ছিলেন না। সে কথা নিজেই জানিয়েছেন। ইন্সটাগ্রামে ভারতীয় টিমের ট্রফি নিয়ে সেলিব্রেশনের একটি ছবি পোস্ট করে ধোনি লিখেছেন, ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ম্যাচের সময় আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। প্রতিকূল মূহূর্তে শান্ত থেকে অদম্য ইচ্ছাশক্তির জোরে অসাধারণ জয় ছিনিয়ে নিয়েছ তোমরা। এই সাফল্যের জন্য অভিনন্দন। বিশ্বকাপ আবার ঘরে ফিরিয়ে আনার জন্য ভারত এবং বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা ভারতবাসী তোমাদের অভিনন্দন জানাচ্ছে। অসংখ্য শুভেচ্ছা।’
মাহি অবশ্য এখানেই থেমে থাকেননি। একইসঙ্গে তিনি লেখেন, ‘অত্যন্ত মূল্যবান জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ।’ আসলে ৭ জুলাই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। যে কারণে, মাহি মনে করছেন, ভারতের এই বিশ্বকাপ জয় তাঁর জন্মদিনের আগাম উপহার।