ভিডিয়ো: বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিতকে ট্রফি নেওয়ার স্টাইল শিখিয়েছিলেন কুলদীপ


T20 World Cup 2024: ভিডিয়ো: বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিতকে ট্রফি নেওয়ার স্টাইল শিখিয়েছিলেন কুলদীপImage Credit source: ICC

কলকাতা: ভারতের বিশ্বজয়ের খুশিতে এখনও মত্ত টিম ইন্ডিয়ার ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়া খুললেই টিম ইন্ডিয়ার দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের নানার মুহূর্ত ভেসে উঠছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বার্বাডোজে এক বিশেষ স্টাইলে হেঁটে বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নিয়েছিলেন। সেই ভিডিয়ো বার বার ঘুরে ফিরে আসছে নেটদুনিয়ায়। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জেতার পর ঠিক একই রকম ভাবে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে সেলিব্রেশনে মেতেছিলেন। মেসির ম্যাজিক্যাল সেলিব্রেশন বার্বাডোজে ফিরিয়েছেন রোহিত। কিন্তু এই ভাবে সেলিব্রেশনের স্টাইল তিনি নিজে ভাবেননি। তাকে বিশ্বকাপ ট্রফি নেওয়ার স্টাইল শিখিয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর দাবি, কুলদীপ যাদব বিশ্বকাপ জয়ের পদক নেওয়ার সময় যখন লাইনে দাঁড়িয়েছিলেন, ওই সময় রোহিতকে দেখান তিনি কী ভাবে ট্রফিটা তুলতে পারেন। ভারতীয় তারকা স্পিনারের পরামর্শ মানেন হিটম্যান। এবং তিনি যখন বিশ্বকাপ ট্রফি নিতে যান, কুলদীপের কথা মতোই ধীরে ধীরে বিশেষ স্টাইলে ট্রফি হাতে তুলে নেন।

উল্লেখ্য, এ বছর আইপিএল ফাইনালের পর একই দৃশ্য দেখা গিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদকে এ বারের আইপিএলে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার আইপিএল ট্রফি নিতে যাওয়ার সময় ঠিক মেসির স্টাইল (কাতার বিশ্বকাপ জেতার পর মেসি যে ভাবে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে সতীর্থদের দিকে এগিয়ে এসেছিলেন) নকল করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই তিন ছবির কোলাজও ভাইরাল।



Leave a Reply