ক্যাপ্টেনকে ছাড়াই মেন ইন ব্লু জিম্বাবোয়েতে, কেন গেলেন না শুভমন গিল?


Shubman Gill: ক্যাপ্টেনকে ছাড়াই মেন ইন ব্লু জিম্বাবোয়েতে, কেন গেলেন না শুভমন গিল?Image Credit source: X

কলকাতা: বার্বাডোজে ভারতের মিশন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) কমপ্লিট। কিন্তু ক্রিকেট বিনোদনের ঘাটতি হবে না। সামনেই ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ। এই সিরিজে ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটারদের দেখা যাবে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন গিল (Shubman Gill)। ইতিমধ্যেই জিম্বাবোয়ে পৌঁছে গিয়েছে মেন ইন ব্লু। কিন্তু ক্যাপ্টেনকে ছাড়া। দলের সঙ্গে জিম্বাবোয়ে কেন গেলেন না শুভমন গিল?

জেট, সেট, জিম্বাবোয়ে… এই ক্যাপশন দিয়ে আজ, মঙ্গলবার ভোরে বিসিসিআই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে। সেখানে মোট ৮টি ছবি ছিল। তাতে ভিভিএস লক্ষ্মণ, অভিষেক শর্মা, মুকেশ কুমার, ঋতুরাজ গায়কোয়াড়, আবেশ খান, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, তুষার দেশপান্ডে এবং ধ্রুব জুরেলের ছবি। যা দেখে বোঝা গিয়েছে শুভমন গিল ভারত থেকে জিম্বাবোয়ের বিমান ধরেননি। কিন্তু কেন?

এ বারের টি-২০ বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ারের তালিকায় ছিলেন শুভমন গিল। বিশ্বকাপে ভারতের ক্যারিবিয়ান পর্ব শুরু হওয়ার আগে জানা গিয়েছিল, আবেশ খান (যিনি শুভমনের মতো টি-২০ বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসেবে গিয়েছিলেন) ও শুভমন গিলকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, শুভমন ছুটি কাটাচ্ছিলেন। এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন।

গিলের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, বেশ খোশমেজাজেই ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এর আগে শুভমনের অনুশীলনের এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, তিনি বিদেশের কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ট্র্যাকে অনুশীলন করছেন। বোঝাই যাচ্ছে, আর কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছেন না শুভমন। কারণ, রোহিত টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমনিতেই টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন খুঁজছে। সেখানে শুভমন জিম্বাবোয়ে সিরিজে যদি নিজেকে প্রমাণ করতে পারেন, তা হলে রোহিতের ফেলে রেখে যাওয়া আসনে বসতে পারবেন।



Leave a Reply