সচিন তেন্ডুলকরের শেষ টেস্টের পর সেই মুহূর্তগুলো মনে পড়ে? ক্রিকেট যাঁরা ভালোবাসেন, প্রত্যেককে কাঁদিয়েছিল সেই মুহূর্ত। বিদায়ী ভাষণের পরই বাইশগজের দিকে এগিয়ে যান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ঝুঁকে প্রণাম করেন। যে বাইশ গজ তাঁকে মাস্টার ব্লাস্টার বানিয়েছিল, সেই বাইশ গজকে সম্মান জানাতে ভোলেননি। বার্বাডোজে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল শেষে খানিকটা এমনই করেছিলন রোহিত শর্মাও। পিচ থেকে মাটি তুলে মুখে পুরেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির শেষ ইনিংসে বিরাট কোহলিও এমনই একটা বড় শিক্ষা পেয়েছেন। সেটাই খোলসা করেছেন তিনি।
বিশ্ব ক্রিকেটে বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলি। তাঁর কেরিয়ারে এত রেকর্ড যেন গুনে শেষ করা যাবে না। কিন্তু এ বারের বিশ্বকাপে? মার্কিন মুলুকে গ্রুপ পর্বের ম্যাচ খেলেছিল ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর বিশ্বকাপ। সেরা ব্যাটারের থেকে প্রত্যাশাও আকাশছোঁয়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রথম তিন ম্যাচে মাত্র ৫ রান!
কেরিয়ারে এমন কঠিন পরিস্থিতিতে বারবার পড়েছেন। সবচেয়ে খারাপ সময় ছিল যেন সেই তিন বছর। রান তো করছিলেন, কিন্তু সেঞ্চুরি আসছিল না তাঁর ব্যাটে। প্রচুর সমালোচনার শিকার হয়েছিলেন। তাঁকে টিম থেকে বাদ দেওয়ার প্রসঙ্গও উঠেছিল। ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। বিরাট কঠোর পরিশ্রম করেছিলেন। কিন্তু কোনওকিছুই কাজে দিচ্ছিল না। এত্তগুলো বছর আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানো বিরাট কোহলি কি হাল ছেড়ে দিয়েছিলেন? উত্তরটা হল হ্যাঁ।
ক্রিকেট ছাড়ার কথাও ভেবেছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন মেন্টাল হেলথ কন্ডিশনিং বিশেষজ্ঞ প্যাডি আপটন। তাঁকে বুঝিয়েছিলেন, ভালো সময়ের কথা ভাবতে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন এমনই একটা পরিস্থিতির সামনে পড়েছিলেন। গ্রুপ পর্বের ব্যর্থতা তাড়া করেছিল সুপার এইট পর্বেও। শুরুটা ভালো হচ্ছিল, কিন্তু বিরাটের মতো পারফরম্যান্স নয়। অবশেষে বিশ্বকাপে ম্যাচ জেতানো ইনিংস।
মাঠে নামার সময় কী ভাবছিলেন বিরাট? ফাইনাল শেষে সেটাই জানিয়েছিলেন। বিরাটের কথায়, ‘ওদিন মাঠে নামার সময় একটা জিনিসই নিজেকে বোঝাচ্ছিলাম, এত দিন যা করেছো, সমস্ত ইগো ভুলে যাও, মাথানত করো এই খেলার প্রতি। এই খেলাকে ভালোবাসো। এই খেলা তোমাকে ফিরিয়ে দেবেই। আসলে আমরা ভাবি, আমিই এসব করছি। আদতে কিছুই আমাদের হাতে নেই। হয়তো বিশ্বাস করবেন না, জীবনের এই প্রান্তে এসে আমি একটা বড় শিক্ষা পেয়েছি। খেলার প্রতি মাথা নত করতে হবে। এর জন্য আমি বিরাট কোহলি হয়ে উঠেছিলাম। খেলার চেয়ে আমি বড় নই।’
কথাগুলো যে মন থেকে বলা এ বিষয়ে সন্দেহ নেই। যে বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে রানের পিছনে ছুটলেন, পারলেন না। ফাইনালে পুরো চিত্রটাই বদলে গেল। ম্যাচ জেতানো ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের শেষ ইনিংসেই যেন তাঁকে বড় একটা শিক্ষা দিয়ে গেল…।