বিমানবন্দরে বিরাট কোহলি-রোহিত শর্মা।Image Credit source: Twitter
নয়া দিল্লি: অপেক্ষা ঘুচল। অবশেষে ঘরে ফিরে এল সোনার ছেলেরা। টি-২০ বিশ্বকাপ জয়ের পরও দেশে ফিরতে পারছিল না টিম ইন্ডিয়া। হ্যারিকেন বেরিলের দাপটে বার্বাডোজেই আটকে ছিলেন রোহিত-বিরাটরা। এদিকে, আর যে তর সইছে না দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের। তাই বিশেষ চার্টার্ড ফ্লাইটেই বার্বাডোজ থেকে দিল্লিতে উড়িয়ে আনা হল বিশ্বকাপজয়ী দলকে। আজ দিনভর ঠাসা কর্মসূচি টিম ইন্ডিয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে বিশ্বকাপ নিয়ে হুড খোলা বাসে রোড শো এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান- দম ফেলার সময় নেই তাঁদের।
আজ, বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে অবতরণ করে চার্টার্ড ফ্লাইট। বাইরে তখন কাতারে কাতারে ক্রিকেটপ্রেমীদের ভিড়। এক ঝলক দেখার অপেক্ষা বিশ্বকাপ জয়ী টিমকে। নিরাশ হতে হয়নি ভক্তদের। টিম বাসে ওঠার সময়ই ভক্তরা দেখা পান রোহিত-বিরাটের।
#WATCH | Virat Kohli, Hardik Pandya, Sanju Samson, Mohammed Siraj along with Team India arrived at Delhi airport, after winning the #T20WorldCup2024 trophy.
(Earlier visuals) pic.twitter.com/eCWvJmekEs
— ANI (@ANI) July 4, 2024
বিমানবন্দর থেকে সরাসরি দিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে তাদের স্বাগত জানাতে ভারতীয় ক্রিকেট টিমের জার্সির রঙে বিশেষ কেক তৈরি করা হয়েছে। কেকে বসানো থাকবে বিশ্বকাপ। তবে আসলটা নয়, চকোলেটের তৈরি ট্রফি দিয়েই স্বাগত জানানো হবে রোহিত অ্যান্ড কোং-কে। ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রাতঃরাশেরও।
#WATCH | Captain Rohit Sharma with the #T20WorldCup trophy at Delhi airport as Team India arrives from Barbados, after winning the T20I World Cup.
(Earlier visuals) pic.twitter.com/ORNhSBIrtx
— ANI (@ANI) July 4, 2024
আজ সকাল ১০টা বা ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় ক্রিকেট দল। তাঁদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে ইন্ডিয়া টিম। বিকেলে প্রথমে হুড খোলা বাসে রোড শো করবেন বিশ্বকাপ জয়ী দল। দুই ঘণ্টা ধরে শহরের বিভিন্ন বিখ্যাত জায়গা, যেমন নারিম্যান পয়েন্ট, মেরিন ড্রাইভের পথ ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে পৌঁছাবে বাস। সেখানেও ভারতীয় বাহিনীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভক্তদের এই রোড শো-তে সামিল হতে বলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, “ইটস কামিং হোম।”
🇮🇳, we want to enjoy this special moment with all of you.
So let’s celebrate this win with a victory parade at Marine Drive & Wankhede on July 4th from 5:00pm onwards.
It’s coming home ❤️🏆
— Rohit Sharma (@ImRo45) July 3, 2024