Hardik Pandya: বিদ্রুপের নীরব জবাব? বিশ্বকাপ কাঁধে নিয়ে বেরোলেন হার্দিক পান্ডিয়া
Image Credit source: PTI
কলকাতা: মুখে তাঁর চওড়া হাসি। কাঁধে তাঁর বিশ্বকাপ ট্রফি। চোখে কালো সানগ্লাস। এক্কেবারে হিরোর মতো মুম্বইয়ে ফিরলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি একা নন। ভারতের বিশ্বকাপ জয়ী টিমের সকলেই আজ, বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বিশ্বজয়ীদের জন্য ভারতে চলছে দফায় দফায় সেলিব্রেশন। মুম্বইতে হুডখোলা বাসে প্যারেড ভারতের। তাতে যোগ দেওয়ার জন্য যে স্টাইলে হার্দিক মুম্বই বিমানবন্দর থেকে বেরোলেন, তা যেন বলে দিচ্ছে, এই দেখো কেমন দিলাম বিদ্রুপের নীরব জবাব!
This man. This moment. 😍🏆💙#TeamIndia #T20WorldCup #WelcomeChampions #JeetKaJashn
— Star Sports (@StarSportsIndia) July 4, 2024
বার্বাডোজে বিশ্বকাপ জিতে হার্দিক পান্ডিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘গত ৬ মাস অনেক কিছু হয়েছে, কিছু বলিনি। বলতেও চাই না।’ হার্দিকের এই কথাই যেন নীরবে জবাব দেওয়া। যাঁকে তোমরা বিদ্রুপ করেছিলে, বিশ্বকাপ জেতাতে সেই হার্দিকই গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। টুর্নামেন্টে ১৪৪ রান, ১১ উইকেট। শুধু তাই নয়, ফাইনালে হেনরিখ ক্লাসেনের দামি উইকেট এবং শেষ ওভারে মাত্র ১৬ রানের পুঁজি নিয়ে মিলারকে আউট করে বিশ্বকাপ জেতান ভারতকে। ফলে হার্দিক যে ভারতের বিশ্বকাপ জয়ের হিরো এ কথা কেউ অস্বীকার করতে পারবে না।