Virat-Rohit: বিশ্বজয় সবার উর্ধ্বে, রোহিতের সঙ্গে যে মুহূর্ত আজীবন মনে থাকবে বিরাটের
কলকাতা: মুম্বই দু’হাত ভরিয়ে দিল বিরাট-রোহিতদের। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট প্রেমীরা বিশ্ব চ্যাম্পিয়নদের বুক ভরে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। রো-কো জুটি বিশ্বজয় করে তাঁদের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ইতি টেনেছেন। বিরাট কোহলিকে নিয়ে কোনও রকম সমালোচনা হলে ধুয়ে দেন রোহিত শর্মা (Rohit Sharma)। আবার বিরাটের সামনে রোহিতকে নিয়ে কোনও সমালোচনা হলে তার কড়া জবাব দেন বিরাট। তাঁরা সতীর্থ, তাঁরা ভাই-ভাই, তাঁরা একে অপরের দোসর। দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলছেন তাঁরা। ভালো মন্দ সব সময় একে অপরের পাশে থেকেছেন। তাঁদের দু’জনের কাছে বিশ্বকাপ (T20 World Cup) সব কিছুর উর্ধ্বে। এ বার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ীদের জন্য অনুষ্ঠানে বিরাট জানালেন, রোহিতের সঙ্গে যে মুহূর্ত আজীবন মনে থাকবে তাঁর।
হুডখোলা বাসে ভারতীয় টিমের প্যারেডের সময় রো-কো জুটির একসঙ্গে ট্রফি নিয়ে সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল। ঘুরে ফিরে নেটদুনিয়ায় উঠে আসছে চ্যাম্পিয়নদের জন্য মুম্বইয়ের জনজোয়ারের ভিডিয়ো। ওয়াংখেড়েতে ভারতীয় ভক্তদের সামনে রোহিত-বিরাটরা তাঁদের বিশ্বজয়ের আবেগ, স্বপ্নপূরণের কথা তুলে ধরেছেন।
𝐓𝐇𝐈𝐒 𝐃𝐔𝐎 😍😍#RohitSharma and #ViratKohli proudly lift the #T20WorldCup trophy! 🏆💙
Don’t miss the celebrations 👉 https://t.co/JWCwNhiYIo#TeamIndia #WelcomeWorldChampions pic.twitter.com/Jv5SHzhGql
— Star Sports (@StarSportsIndia) July 4, 2024
হাউসফুল ওয়াংখেড়েতে বিরাট কোহলি বলেন, ‘রোহিত ও আমি একসঙ্গে দীর্ঘদিন ধরে এই স্বপ্নপূরণ করার চেষ্টা করছিলাম। আমরা সব সময় বিশ্বকাপ জিততে চেয়েছি। ওয়াংখেড়েতে বিশ্বকাপ ট্রফি ফিরিয়ে আনতে পেরে দারুণ লাগছে। যখন আমি ফাইনাল ম্যাচের পর সিঁড়ি দিয়ে উঠছিলাম, সেই সময় আমি কাঁদছিলাম। রোহিতও কাঁদছিল। ওই মুহূর্ত কখনও আমি ভুলব না। ফাইনালের পর ওকে আলিঙ্গন করার মুহূর্তটাও মনে রাখব আমি।’
মুম্বইতে ভারতীয় চ্যাম্পিয়ন টিমের জন্য মহাসমারোহ হয়েছে। এ বার ফেরার পালা। সারা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে ভারতীয় ক্রিকেটারদের। দিন শুরু হয়েছিল বার্বাডোজ থেকে দিল্লিতে ফিরে। প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর মুম্বই আসেন। মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে অবধি ভিকট্রি প্যারেড হয়। তারপর ওয়াংখেড়েতে ছোট্ট একটি অনুষ্ঠান হয়েছে। সব শেষে টিম বাসে করে ফের টিম হোটেলে ফিরলেন সিরাজ-পন্থরা।
Thank you, 2024 T20I World Cup batch for giving memories for lifetime. ❤️ pic.twitter.com/kxEcS3Xyag
— Johns. (@CricCrazyJohns) July 4, 2024