ইউরো কাপে বাবা-ছেলের যত জুটি, রইল তাঁদের গপ্পো



একাধিক সন্তান বাবার দেখানো পথে হাঁটেন। ফুটবল এমন এক খেলা, যেখানে একাধিক পারিবারিক গল্পও উঠে আসে। জার্মানিতে চলছে এ বারের ইউরো কাপ (Euro Cup 2024)। এক ঝলকে দেখে নিন ইউরো কাপের বাবা-ছেলের কিছু জুটি।

Euro Cup 2024: ইউরো কাপে বাবা-ছেলের যত জুটি, রইল তাঁদের গপ্পো


|
Updated on: Jul 05, 2024 | 11:18 PM



কলকাতা: বাপ কা বেটা… বাবার জুতোয় ছেলের পা গলানোর গল্প অবাক করার কিছু নয়। একাধিক ছেলে বাবার পেশাকেই নিজের পেশা হিসেবে বেছে নেয়। শুধু ছেলে বললে ভুল বলা হয়। একাধিক সন্তান বাবার দেখানো পথে হাঁটেন। ফুটবল এমন এক খেলা, যেখানে একাধিক পারিবারিক গল্পও উঠে আসে। জার্মানিতে চলছে এ বারের ইউরো কাপ (Euro Cup 2024)। এক ঝলকে দেখে নিন ইউরো কাপের বাবা-ছেলের কিছু জুটি।

  • লিলিয়ান থুরাম ও মার্কাস থুরাম – ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জিতেছেন লিলিয়ান। তাঁর ছেলে মার্কাস এ বারের ইউরো কাপে খেলছেন। ২০২২ কাতার বিশ্বকাপেও মার্কাস ফ্রান্সের হয়ে খেলেছিলেন।
  • সার্জিও কনসিকাও ও ফ্রান্সিসকো কনসিকাও – ২০০০ সালের ইউরোতে জার্মানির বিরুদ্ধে হ্যাটট্রিক করে পর্তুগালকে গ্রুপের সেরা করেছিলেন সার্জিও কনসিকাও। তিনি পর্তুগালের হয়ে ৫৬টি ম্যাচ খেলেছিলেন। এ বার ইউরোয় চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে মাঠে নেমে গোল করে পর্তুগালকে জেতান তরুণ তুর্কি ফ্রান্সিসকো কনসিকাও।
  • এনরিকো চিয়েসা ও ফেদেরিকো চিয়েসা – এনরিকো চিয়েসা ইতালিয়ান ফুটবলের অত্যন্ত জনপ্রিয় নাম। এনরিকো কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন। তিনি ইউরোপিয়ান কাপ উইনার্স, উয়েফা কাপ, ইউরো কাপ এবং বিশ্বকাপে ইতালির হয়ে খেলেছেন। তাঁর ছেলে ফেদেরিকো চিয়েসা এ বারের ইউরো কাপে ৪টি ম্যাচ খেলেছেন। গোল করতে পারেননি।
  • পিটার স্মিচেল ও ক্যাসপার স্মিচেল – ক্যসপার স্মিচেল ডেনমার্কের ক্যাপ্টেন। এই নিয়ে তৃতীয় বার ইউরো কাপ খেললেন তিনি। তাঁর বাবা পিটার ১৯৯২ সালের ইউরো জয়ী ডেনমার্ক টিমে খেলেছিলেন।
  • জর্জ হ্যাগি ও ইয়ানিস হ্যাগি – রোমানিয়ান মিডফিল্ডার ইয়ানিস হ্যাগি হলেন জর্জ হ্যাগির ছেলে। রোমানিয়ার অন্যতম জনপ্রিয় ফুটবলার ছিলেন জর্জ হ্যাগি। বাবার মতোই বুদ্ধি ও দক্ষতা রয়েছে ইয়ানিসের।

Leave a Reply