ভারতীয় সময় অনুযায়ী ভারত বিশ্বকাপ জিতেছে গত শনিবার রাতে। কিন্তু চ্যাম্পিয়ন টিম দেশে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। বিশ্বজয়ের পর দিনই বার্বাডোজ ছাড়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন ভারতীয় বোর্ডের শীর্ষকর্তারা। তাঁরাও টিমের সঙ্গে ছিলেন। যদিও প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়েন। বেরিল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। সে কারণেই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। চেষ্টা করেও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা যাচ্ছিল না। পুরো এলাকায় লকডাউন। জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিরাট কোহলি সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
বিশ্বজয়ের সেলিব্রেশনে মেতে দেশ। তবে বিশ্বকাপ ফাইনালের পরই আতঙ্কের পরিবেশে কাটছিল বিরাট কোহলিদের। বেরিল ক্যাটেগরি ৩-র ঘূর্ণিঝড় বলে সতর্কতা জারি করেছিল আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার। প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। যদিও একটাই স্বস্তি, শেষ অবধি খুব ভয়ঙ্কর রূপ দেখায়নি বেরিল। বিরাট কোহলির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, স্ত্রী অনুষ্কাকে ঝড়ের সময় ভিডিয়ো কলে সেই সময়কার পরিস্থিতি দেখাচ্ছেন বিরাট।
বৃহস্পতিবার বিশ্বজয়ী টিম দেশে পৌঁছনোর পর নানা অনুষ্ঠান হয়। বিকেলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানও ছিল। সেখানে বিশ্বজয়ী টিমের ক্যাপ্টেন রোহিত ও অন্যান্য সদস্যদের নানা প্রশ্ন করা হয়। ঝড়ের সময়ের অনুভূতির কথা বলেন বিরাট কোহলি। তিনি জানান, সেই সময় তাঁর এবং সকলের মাথায় একটা বিষয়ই ঘুরছিল, কতক্ষণে দেশে ফিরতে পারবেন।