ইতিহাস কানাডার, কোপায় অভিষেকেই সেমিফাইনালে; ট্রাইব্রেকারে হার ভেনেজুয়েলার


Copa America 2024: ইতিহাস কানাডার, কোপায় অভিষেকেই সেমিফাইনালে; ট্রাইব্রেকারে হার ভেনেজুয়েলার

কলকাতা: এই প্রথম বার কোপা আমেরিকায় (Copa America 2024) অংশ নিয়েছে কানাডা (Canada)। সকলকে চমকে দিয়ে কোপায় অভিষেকেই কানাডা ইতিহাস গড়েছে। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। এ বার শেষ চারে কানাডার প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা (Argentina)।

কোপায় আর্জেন্টিনা-ইকুয়েডর শেষ আটের ম্যাচের মতো কানাডা-ভেনেজুয়েলা ম্যাচের ফলও ৯০ মিনিটে পাওয়া যায়নি। ১-১ স্কোরলাইন থাকার পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এরপর পেনাল্টি শুটআউটে ভেনেজুয়েলাকে হারিয়ে ৪-৩ ব্যবধানে হারিয়েছে কানাডা। এর আগে ২০০১ সালে কোপা আমেরিকায় প্রথম বারের মতো খেলতে নেমে সেমিফাইনালে উঠেছিল হন্ডুরাস।



Leave a Reply